১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

রূপগঞ্জে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৪০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • / ৩৪

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সোনারগাঁ প্রতিনিধি :

নয়াদিগন্তের সাংবাদিক শফিকুল ইসলাম মীর ও দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদের ওপর হামলা, নির্যাতন, গুলিবর্ষণের প্রতিবাদে ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সোনারগাঁয়ের স্থানীয় সাংবাদিকরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে অংশ নেন।

সোনারগাঁ কর্মরত সাংবাদিকদের ব্যানারে মানববন্ধনে কালবেলা’র সোনারগাঁ প্রতিনিধি রুবেল মিয়ার সঞ্চালনায় ও মানবকন্ঠ পত্রিকার সাংবাদিক আব্দুস সাত্তার প্রধানের সভাপতিত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন, দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি মনিরুজ্জামান মনির, যুগান্তরের স্টাফ রিপোর্টার আল-আমিন তুষার, নয়াদিগন্তের সোনারগাঁ প্রতিনিধি হাসান মাহমুদ, দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক মাহবুব আলম সুমন, রিপন, সমকাল পত্রিকার সাংবাদিক শাহাদাত হোসেন রতন দৈনিক বর্তমান পত্রিকার সাংবাদিক ফরিদ হোসেন, দৈনিক ঢাকা প্রতিদিন ও দৈনিক সংবাদ প্রতিদিনের সাংবাদিক ফারুকুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন ও আনন্দ টিভির সাংবাদিক মাজহারুল ইসলাম, সাংবাদিক গাজী মোবারক, বিজয় টিভির সাংবাদিক দ্বীন ইসলাম অনিক প্রমুখ।

বক্তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

আন্দোলনকারী সাংবাদিকদের দাবি, দ্রুত রূপগঞ্জে অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করতে হবে। এসব অবৈধ অস্ত্র উদ্ধার না হলে তারা এলাকার নিরীহ মানুষের ওপর ব্যবহার করবে। তাই এসব অবৈধ অস্ত্রধারীদের আইনশৃঙ্খলা বাহিনী যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধার করতে হবে বলেও দাবি করেন।

উল্লেখ্য, সংবাদ প্রকাশ করায় গত ১৭নভেম্বর দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদের উপর হামলা ও গত ১ডিসেম্বর তার বাড়িতে সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে। গত ২৯নভেম্বর দৈনিক নয়া দিগন্ত পত্রিকার রূপগঞ্জের কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি শফিকুল ইসলাম মীরের উপর সন্ত্রাসীরা হামলা চালায়। এ সকল ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হলেও রহস্যজনক কারণে পুলিশ গতকাল ৩ডিসেম্বর মঙ্গলবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

রূপগঞ্জে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন

আপডেট সময় : ০৮:৪০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সোনারগাঁ প্রতিনিধি :

নয়াদিগন্তের সাংবাদিক শফিকুল ইসলাম মীর ও দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদের ওপর হামলা, নির্যাতন, গুলিবর্ষণের প্রতিবাদে ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সোনারগাঁয়ের স্থানীয় সাংবাদিকরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে অংশ নেন।

সোনারগাঁ কর্মরত সাংবাদিকদের ব্যানারে মানববন্ধনে কালবেলা’র সোনারগাঁ প্রতিনিধি রুবেল মিয়ার সঞ্চালনায় ও মানবকন্ঠ পত্রিকার সাংবাদিক আব্দুস সাত্তার প্রধানের সভাপতিত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন, দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি মনিরুজ্জামান মনির, যুগান্তরের স্টাফ রিপোর্টার আল-আমিন তুষার, নয়াদিগন্তের সোনারগাঁ প্রতিনিধি হাসান মাহমুদ, দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক মাহবুব আলম সুমন, রিপন, সমকাল পত্রিকার সাংবাদিক শাহাদাত হোসেন রতন দৈনিক বর্তমান পত্রিকার সাংবাদিক ফরিদ হোসেন, দৈনিক ঢাকা প্রতিদিন ও দৈনিক সংবাদ প্রতিদিনের সাংবাদিক ফারুকুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন ও আনন্দ টিভির সাংবাদিক মাজহারুল ইসলাম, সাংবাদিক গাজী মোবারক, বিজয় টিভির সাংবাদিক দ্বীন ইসলাম অনিক প্রমুখ।

বক্তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

আন্দোলনকারী সাংবাদিকদের দাবি, দ্রুত রূপগঞ্জে অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করতে হবে। এসব অবৈধ অস্ত্র উদ্ধার না হলে তারা এলাকার নিরীহ মানুষের ওপর ব্যবহার করবে। তাই এসব অবৈধ অস্ত্রধারীদের আইনশৃঙ্খলা বাহিনী যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধার করতে হবে বলেও দাবি করেন।

উল্লেখ্য, সংবাদ প্রকাশ করায় গত ১৭নভেম্বর দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদের উপর হামলা ও গত ১ডিসেম্বর তার বাড়িতে সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে। গত ২৯নভেম্বর দৈনিক নয়া দিগন্ত পত্রিকার রূপগঞ্জের কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি শফিকুল ইসলাম মীরের উপর সন্ত্রাসীরা হামলা চালায়। এ সকল ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হলেও রহস্যজনক কারণে পুলিশ গতকাল ৩ডিসেম্বর মঙ্গলবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন