১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

মতলবে স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা অফিসে উত্তোলন হয় না জাতীয় পতাকা

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৩৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • / ৪৫

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব উত্তর প্রতিনিধি:

৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা পরিবার পরিকল্পনার কার্যালয়ে উত্তোলন হয় না জাতীয় পতাকা বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধারা বলছেন, এর মাধ্যমে অবমূল্যায়ন হচ্ছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বাহক জাতীয় পতাকার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে সন্ধ্যার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনো সময়ই জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে না ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে। ভবনের সামনেই পতাকা মঞ্চ থাকলেও দণ্ডগুলোতে শুধুমাত্র রশি ঝুলানো অবস্থায় দেখা গেছে।

হাসপাতাল সংলগ্ন দোকানের ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, গত ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই হাসপাতালে জাতীয় পতাকা উত্তোলন চোখে পড়ে না। এ নিয়ে কাউকে কিছু বলতেও দেখা যায় না। এই পতাকার মাধ্যমে সারাবিশ্ব বাংলাদেশকে চেনে। সেই জাতীয় পতাকা নিয়মিত উত্তোলন না করে সেটির অবমূল্যায়ন করা হচ্ছে। আমরা চাই দ্রুত এ বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।

মতলব উত্তর উপজেলার বীর মুক্তিযোদ্ধা নুরুল হক সরকার বলেন, একটি সরকারি। প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন হয় না এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে।

বাংলাদেশ সরকারের পতাকা বিধিমালা ১৯৭২ এ বলা হয়েছে, জাতীয় ও বিশেষ দিবস ছাড়াও প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ভবন এবং অফিস সমূহে যেমন, রাষ্ট্রপতির বাসভবন, সংসদ ভবন, সব মন্ত্রণালয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলদেশ সচিবালয় ভবন সমূহ, হাইকোর্টের অফিস সমূহ, জেলা ও দায়রা জজ আদালত সমূহ, বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার/কালেক্টর, চেয়ারম্যান, উপজেলা পরিষদ অফিস সমূহ, কেন্দ্রীয় ও জেলা কারাগারসমূহ, পুলিশ স্টেশন, শুল্ক পোস্ট অফিস সমূহ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এবং এই রকম অন্যান্য ভবনে সরকার কর্তৃক সময় নির্ধারিত ভবন সমূহে প্রতিটি কর্মদিবসে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী মোহাম্মদ আলমগীর হোসেন জানান, আমাদের কার্যালয়টি স্বাস্থ্য কমপ্লেক্সের বাউন্ডারি ভিতরের এই কারণে ভিন্ন দিবস ছাড়া জাতীয় পতাকা উত্তোলন করি না। আপনারা যেহেতু আমাদেরকে জানিয়েছেন এখন থেকে সঠিক সময়ে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু সাঈদ বলেন, মাঝে মধ্যে ভুলবশত জাতীয় পতাকা উত্তোলন করা হয়না। এ ছাড়া নিয়মিতই জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ ব্যাপারে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা বলেন, সব প্রতিষ্ঠানেই জাতীয় পতাকা উত্তোলনের বিধান রয়েছে। আমি খোঁজ খবর নিচ্ছি।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

মতলবে স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা অফিসে উত্তোলন হয় না জাতীয় পতাকা

আপডেট সময় : ০৮:৩৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব উত্তর প্রতিনিধি:

৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা পরিবার পরিকল্পনার কার্যালয়ে উত্তোলন হয় না জাতীয় পতাকা বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধারা বলছেন, এর মাধ্যমে অবমূল্যায়ন হচ্ছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বাহক জাতীয় পতাকার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে সন্ধ্যার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনো সময়ই জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে না ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে। ভবনের সামনেই পতাকা মঞ্চ থাকলেও দণ্ডগুলোতে শুধুমাত্র রশি ঝুলানো অবস্থায় দেখা গেছে।

হাসপাতাল সংলগ্ন দোকানের ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, গত ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই হাসপাতালে জাতীয় পতাকা উত্তোলন চোখে পড়ে না। এ নিয়ে কাউকে কিছু বলতেও দেখা যায় না। এই পতাকার মাধ্যমে সারাবিশ্ব বাংলাদেশকে চেনে। সেই জাতীয় পতাকা নিয়মিত উত্তোলন না করে সেটির অবমূল্যায়ন করা হচ্ছে। আমরা চাই দ্রুত এ বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।

মতলব উত্তর উপজেলার বীর মুক্তিযোদ্ধা নুরুল হক সরকার বলেন, একটি সরকারি। প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন হয় না এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে।

বাংলাদেশ সরকারের পতাকা বিধিমালা ১৯৭২ এ বলা হয়েছে, জাতীয় ও বিশেষ দিবস ছাড়াও প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ভবন এবং অফিস সমূহে যেমন, রাষ্ট্রপতির বাসভবন, সংসদ ভবন, সব মন্ত্রণালয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলদেশ সচিবালয় ভবন সমূহ, হাইকোর্টের অফিস সমূহ, জেলা ও দায়রা জজ আদালত সমূহ, বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার/কালেক্টর, চেয়ারম্যান, উপজেলা পরিষদ অফিস সমূহ, কেন্দ্রীয় ও জেলা কারাগারসমূহ, পুলিশ স্টেশন, শুল্ক পোস্ট অফিস সমূহ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এবং এই রকম অন্যান্য ভবনে সরকার কর্তৃক সময় নির্ধারিত ভবন সমূহে প্রতিটি কর্মদিবসে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী মোহাম্মদ আলমগীর হোসেন জানান, আমাদের কার্যালয়টি স্বাস্থ্য কমপ্লেক্সের বাউন্ডারি ভিতরের এই কারণে ভিন্ন দিবস ছাড়া জাতীয় পতাকা উত্তোলন করি না। আপনারা যেহেতু আমাদেরকে জানিয়েছেন এখন থেকে সঠিক সময়ে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু সাঈদ বলেন, মাঝে মধ্যে ভুলবশত জাতীয় পতাকা উত্তোলন করা হয়না। এ ছাড়া নিয়মিতই জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ ব্যাপারে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা বলেন, সব প্রতিষ্ঠানেই জাতীয় পতাকা উত্তোলনের বিধান রয়েছে। আমি খোঁজ খবর নিচ্ছি।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন