মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তরে মানবধিকার দিবস উপলক্ষে, গুমের শিকার, সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবিতে এবং আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর এবং ছেংগারচর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (১০ডিসেম্বর) সকালে উপজেলার ছেংগারচর সরকারি কলেজের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, সদস্য রনি পাটোয়ারী, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন, ছেংগারচর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহমান মুন্না, সদস্য মোল্লা ইমন, ছেংগারচর পৌর ২নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি জুয়েল, ৮ নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি নোমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গত ১৭ বছর স্বৈরাচার আওয়ামীলীগ সরকার বিএনপির অঙ্গ সংগঠনসহ বিভিন্ন নেতাকর্মীদের হত্যা,গুম, জেল, নির্যাতন করে করছে। বিশেষ করে ছাত্রদলের কর্মীদের উপর জুলুম করা হয়েছে। এখনো অনেক নেতাকর্মী মিথ্যা মামলায় জড়িয়ে আছে। আজ মানবাধিকার দিবস উপলক্ষে সেইসব নেতাকর্মীদের মুক্তির দাবী জানাই।
তারা আরো বলেন, ৫ আগষ্ট দেশ নতুন স্বাধীনতা অর্জন করেছে। আমরা নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার পার্সন তারেক রহমানের নির্দেশে শান্তির দেশ গড়তে চাই। যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে না, বিনা কারনে হামলা মামলা হবে না। আমরা চাই শান্তি ও
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না