ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ
- আপডেট সময় : ০৭:০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
- / ৪১
নিউজ ডেস্ক:
যুব এশিয়া কাপ ক্রিকেটে আবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। রবিবার,৮ ডিসেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ৮ বারের শিরোপাধারী ভারত অনুর্ধ্ব-১৯ দলকে ৫৯ রানে হারিয়ে এই গৌরব অর্জন করেছে বাংলাদেশের যুবারা।
গত বছর এই আসরে প্রথমবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ যুবারা। এবারও চ্যাম্পিয়নশিপ ধরে রাখল তারা। বাংলাদেশের যুবারা ৪৯.১ ওভারে ১৯৮ রান করার পর ভারত ৩৫.২ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায়।
২০১৯ সালে প্রথমবার যুব এশিয়া কাপের ফাইনালে ওঠে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। কিন্তু সেবার কলম্বোয় ভারতের কাছে মাত্র ৫রানে হেরে রানার্স আপ হয় বাংলাদেশের যুবারা। এবার সেই হারের প্রতিশোধ নিল টাইগার যুবারা দুবাইয়ে এসে। এই প্রথম যুব এশিয়া কাপের ফাইনালে হারল ভারত।
টস হেরে আগে ব্যাট করে পেস সহায়ক উইকেটে বাংলাদেশের যুবারা ৪৯.১ ওভারে মাত্র ১৯৮ রানে গুটিয়ে যায়। ফর্মে থাকা টপ অর্ডার এদিন ব্যর্থ হয়েছে। প্রথম থেকেই রান তোলার গতি কম ছিল এবং ১৯তম ওভারে দলীয় ৬৬ রানে ৩ জন সাজঘরে ফেরেন।
জাওয়াদ আবরার ৩৫ বলে ২ চার, ১ ছয়ে ২০, কালাম সিদ্দিকী এলিন ১ ও আজিজুল হাকিম তামিম ২৮ বলে ১ চার, ১ ছয়ে ১৬ রান করেন। তবে তৃতীয় উইকেটে শিহাব জেমস ও রিজন হোসেন ৬২ রানের জুটি গড়ে বিপদ কিছুটা সামাল দেন।
শিহাব ৬৭ বলে ৩ চার, ১ ছয়ে ৪০ রানে বিদায় নেওয়ার পর জুটি ভেঙ্গে যায়। এরপর দেবাশীষ দেবাও ১ রানে ফিরে যান। উইকেটরক্ষক ব্যাটার ফরিদ হাসানের সঙ্গে ষষ্ঠ উইকেটে আরো ২৩ রান যোগ করেন রিজন। কিন্তু তিনিও ৬৫ বলে ৩ চারে ৪৭ রানে বিদায় নেন।
আর কোনো ব্যাটার সুবিধা করতে পারেননি। ফরিদ ৪৯ বলে ৩ চারে ৩৯ রান করেন। শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতেই বাংলাদেশের যুবারা ১৯৮ রানে গুটিয়ে যায়। ভারতের পক্ষে ২টি করে উইকেট নেন ইউধাজিত গুহ, চেতন শর্মা ও হার্দিক রাজ।
জবাব দিতে নেমে ভারতও চাপে পড়ে যায় ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে যায়। আন্দ্রে সিদ্ধার্থ ৩৫ বলে ৩ চারে ২০, বৈভব সুরিয়াবংশী ৯ ও আয়ুশ মহাত্রে ১ রানে বিদায় নেন। এরপরও বড় জুটি হয়নি। কেপি কার্থিকিয়া ৪৩ বলে ২ চারে ২১ রানে সাজঘরে ফেরেন।
এরপর একপ্রান্ত ধরে রাখেন ভারতের অধিনায়ক মোহাম্মদ আমান। কিন্তু অন্যপ্রান্তে ধস নামে ইকবাল হোসেন ইমনের পেস তোপে। নিখিল কুমার ০, হরবংশ পাঙ্গালিয়া ৬, কিরণ চরমালি ১ রানে বিদায় নেন। মাত্র ৯২ রানে ৭ উইকেট হারায় ভারত।
অষ্টম উইকেটে ২৩ রানের জুটি গড়েন আমান ও হার্দিক। কিন্তু অধিনায়ক আজিজুল হাকিম তামিম বোলিংয়ে এসে বোল্ড করে দেন ৬৫ বলে ১ চারে ২৬ রান করা আমানকে। এমনকি ২১ বলে ৩ চারে ২৪ রান করা হার্দিকও এলবিডব্লিউ হন আজিজুলের বাঁহাতি স্পিনে।
শেষ পর্যন্ত ৩৫.২ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় ভারত অনুর্ধ্ব-১৯ দলের ইনিংস। আজিজুল তামিম ২.২ ওভারে ১ মেডেনে ৮ রানে ও ইকবাল ৭ ওভারে ১ মেডেনে ২৪ রানে ৩টি করে উইকেট নেন।