মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আংশিক কেন্দ্রীয় কমিটি আগামী ২ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির তালিকা প্রকাশ করা হয়। এই কমিটিতে সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মো. ইসমাইল হোসেন সুমন। তিনি মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নেদামদী গ্রামের মো.কুতুবউদ্দিন সিকদারের সন্তান বড় ছেলে মো.ইসমাইল হোসেন সুমন। তিনি ঢাকার আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইএমবিএ এর অধ্যায়নরত শিক্ষার্থী। এর আগে ইসমাইল হোসেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন।
নব গঠিত বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন সুমন জানান, বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছিলাম স্বাধীনতা কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতা অর্জন করলেও স্বাধীনতা রক্ষা করতে পারি নি। ৭১ সালের পর থেকে যে যখন ক্ষমতায় এসেছে সে তখন গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চেয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামীলীগের অন্যায়, অনিয়ম, দুর্নীতি, ঘুম, খুন, অর্থপাচার, দুঃশাসন, সরকারি চাকুরী ক্ষেত্রে বৈষম্যের কারণে ২০১৮ সালে হাসান আল মামুন, রাশেদ খাঁন এবং ভিপি নুরের নেতৃত্বে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম। ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ব থেকে গড়ে উঠা সংগঠন "বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ"দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করছে। পাশাপাশি দল, মত, নির্বিশেষে এ দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে জেলা, উপজেলা, মহানগর, ইউনিয়ন, স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ সামনে সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে।
ইসমাইল হোসেন বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত , বৈষম্যহীন, তারুণ্যের ন্যায়বিচারের বাংলাদেশের বিনির্মানে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আমরা কোয়ান্টিটিতে নয়, কোয়ালিটিতে বিশ্বাসী। আমি বিশ্বাস করি ভালো কাজের মাধ্যমে সারা বাংলাদেশে খুব শিঘ্রই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সবচেয়ে জনপ্রিয় এবং ১ নাম্বার সংগঠনে আত্ন-প্রকাশ করবে ইনশাআল্লাহ।
এদিকে ইসমাইল হোসেন সুমন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হওয়ায় চাঁদপুর জেলা ও মতলব উত্তর উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দরা মিষ্টি বিতরণ করেন। তারা জানান, আমাদের চাঁদপুরের গর্ব ইসমাইল হোসেন সুমন ভাই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হওয়ায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক (নুর), সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না