১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
শিরোনাম:
তাদের নিয়ে ‘রক্তের বাঁধন’
রিপোর্টার
- আপডেট সময় : ০৫:১৭:০০ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
- / ৩৪
প্রতিদিনের বিনোদন :
এবার আরফান, মৌ, নিলয় ও সঙ্গে হিমিকে নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘রক্তের বাঁধন’। নাটকটি রচনা করেছেন জুবায়ের ইবনে বকর। পরিচালনা করেছেন তরুণ নাট্যনির্মাতা তানভীর তন্ময়।
এরই মধ্যে রাজধানীর অদূরে গাজীপুরের হাসনা হেনা শুটিং হাউসে এই নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। পরিচালক তানভীর তন্ময় জানান, ‘রক্তের বাঁধন’ একটি পারিবারিক গল্পের নাটক। সংসারে ভাবি আসার কারণে দুই ভাইয়ের মধ্যে দূরত্ব তৈরি হয়।
পারিবারিক গল্পের প্রতি দর্শকের আগ্রহ থাকে অন্যরকম। ভালোবাসা থাকলে যে সবকিছুকে এড়িয়ে পরিবারকে আগলে রাখা যায় তাই এই নাটকে দেখানো হয়েছে। নির্মাতা জানান, নাটকটি শিগগিরই ইউটিউবে চ্যানেলে প্রচারে আসবে।