মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পানি সরবরাহ লাইনের পাইপ ফেটে দুই মাস যাবৎ অপচয় হচ্ছে পানি। কিন্তু পৌর কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা নেননি। ফলে পানির সংকটের সম্ভাবনা দেখছে পৌরবাসী। পৌরসভার ৪নং ওয়ার্ড ও ৫নং ওয়ার্ডের মাঝামাঝি স্থান ঠাকুরচর-ঘনিয়ারপাড় সড়কের স্থানে সরবরাহ লাইনের মুল পাইপ ফেটে পানি বের হচ্ছে। অন্য দিকে ছেংগারচর বাজারে সুরুজ প্লাজার সামনে একই অবস্থা।
রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভার পৌরসভার ৪নং ওয়ার্ড ও ৫নং ওয়ার্ডের মাঝামাঝি স্থান ঠাকুরচর-ঘনিয়ারপাড় সড়কের স্থানে সরবরাহ লাইনের মুল পাইপ ফেটে পানি বের হচ্ছে। সেই পানি জমিতে গিয়ে ফসল নষ্ট হচ্ছে। এভাবে পানি বের হতে থাকলে পানির সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন পৌরবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পৌরবাসী বলেন, প্রায় দুই মাস যাবৎ এভাবে পাইপ ফেটে পানি বের হচ্ছে, কিন্তু পৌর কর্তৃপক্ষের কোনো খোঁজ নেই। অতিরিক্ত পানি বের হওয়ার ফলে নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। শুষ্ক মৌসুমে এমনিতেই পানির সংকট থাকে। আর এভাবে পানি বের হলে আরও বেশি সংকট দেখা যাবে। দ্রুত সমস্যার সমাধান হওয়া দরকার।
ছেংগারচর পৌরসভায় ভূগর্ভস্থ বিশুদ্ধ খাবার পানি সরবরাহের অপারেটর মো. মিরাজ হোসেন জানান, যন্ত্রপাতির কারণে মেরামত করতে কিছুটা বিলম্ব হচ্ছে। আশা করছি দু-একদিনের ভিতরেই এ সমস্যা সমাধান হবে।
এ বিষয়ে ছেংগারচর পৌর প্রশাসক হিল্লোল চাকমা জানান, এখানে নতুন করে রাস্তার মেরামতের ফলে পাইপ ফেটে গেছে, বিষয়টি আমার নজরে এসেছে। ঠিকাদার প্রতিষ্ঠানকে খুঁজে পাচ্ছি না। এখন পৌরসভার নিজস্ব তহবিল থেকে শীঘ্রই মেরামত করা হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না