মো. নুর আলম :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মধুখালী এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে স্বামী স্ত্রী আহত স্বর্ণ অলংকার লুট করার অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসী হামলায় আহতরা হলো সাইফুল ইসলাম ও বিলকিস।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে মধুখালী এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
এ ঘটনায় আহতরা বাদী হয়ে আব্দুল হক,সুজন,রিফাতসহ ১৫/১৬ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুত্রে জানা যায়,পূর্ব পরিকল্পিত ভাবে উৎপাতিয়া থাকিয়া অপরাধমূলক কর্মকান্ড ঘটনার জন্য অসৎ উদ্দেশ্যে দুপুর ১২ ঘটিকার সময় রূপগঞ্জ থানাধীন মধুখালি শরফত আলী এর চা ও মুদি দোকানের সামনে রাস্তায় আমাকেসহ আমার স্বামীকে একা পাইয়া কিশোরগংয়ের অজ্ঞাতনামা ১৫/১৬ জন্যের হাতে বিভিন্ন দেশীয় অস্ত্র ধারালো রামদা, ছেনদা,চাপাতি ও লাঠি-সোঁটা নিয়ে বেআইনিভাবে অতর্কিতভাবে হামলা করে। পেশি শক্তির বলে আমাকে সহ আমার স্বামীকে চড়-থাপ্পড় ও কিল-ঘুসিসহ লাঠি দিয়া এলোপাথারীভাবে বাইরাইয়া আমাদের শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। আমার স্বামী মাটিতে পরিয়া গেলে তাকে খুন করিয়া ফেলিবে বলিয়া বিবাদী সুজন তাহার হাতে থাকা ধারালো রামদা দিয়ে মাথায় কোপ মারে সে সরিয়া গেলে উক্ত কোপ লক্ষ্যভ্রষ্ট হইয়া তার বাম পায়ে হাটুতে লাগিয়া গুরুতর কাটা রক্তাক্ত যখন হয়। একই উদ্দেশ্যে রিফাত তাহার হাতে থাকা দাঁড়ালো ছেন দিয়ে আমার স্বামীর মাথায় কোপ মারে। উক্ত কোপ ফিরাতে গেলে ডান হাতের বৃদ্ধা আঙুলে লাগিয়া গুরুতরাকাটা যখন হয়। আমার সাথে থাকা স্বর্ণের চেইন এবং কানের দুল ছিনিয়ে নিয়ে চলে যায়।
রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ধরনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না