মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তরে ৯০পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রবিউল হকের নির্দেশে এসআই (নিরস্ত্র) মো.জাফর আহমেদ সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে এখলাছপুর ইউপির এখলাছপুর বেড়িবাধ সড়ক সংলগ্ন আশ্রয়কেন্দ্রে এলাকায় আসামীর থেকে মৃত আমান উল্যাহ মাঝির মেয়ে ঝর্ণা (২৩) কে ৯০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। অপরদিকে এসআই (নিঃ) আবুল কালাম আজাদ সংগীয় অফিসার ও ফোর্সসহ নিয়ে বিশেষ অভিযান করে দক্ষিন দশানী গ্রামে বেড়ী বাধের উপর আনাছের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে মৃত কালা বেপারির ছেলে মো. সোলেমান বেপারী (৩২) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন জানান, তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না