বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ জুবায়েরের পাশে গিয়াস পুত্র মোহাম্মদ ফয়সাল
- আপডেট সময় : ০৮:৩৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
- / ২০৪
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ জুবায়েরের পাশে দাড়ালেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিনের পুত্র জি,এম, ফয়সাল।
শনিবার, ১৯ অক্টোবর সকালে গোলাম মোহাম্মদ ফয়সাল জুবায়েরের চিকিৎসা ও স্বাস্থ্যের খোজ খবর নিতে সিএমএইচ হাসপাতালে যান এবং আহত জুবায়েরের সার্বিক সহায়তা ও উন্নত চিকিৎসার আশ্বাস দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো. সজিবুল ইসলাম ও জুবায়েরের সহপাঠীরা।
উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ৪ আগষ্টের নারায়ণগঞ্জের চাষাড়ায় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় আহত সিদ্ধিরগঞ্জে জালকুড়ি এলাকার জাহাঙ্গীর হোসেন সন্তান জুবায়ের হোসেন।
সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এর ট্রমা ও বার্ন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন জুবায়ের হোসেন।
আহত জুবায়েরের বাবা মো. জাহাঙ্গীর হোসেন জানায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা, সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন স্যারের কল্যানে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ সু-চিকিৎসার ব্যবস্থা করা হয়।