মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নিশ্চতপুর গ্রামে শ্মশানের জায়গায় রান্নাঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে গনেশ মালি বাদী হয়ে মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নিশ্চিতপুর গ্রামের গনেস মালি এবং গোবিন্দ কান্তদের সাথে পূর্ব থেকে বসত বাড়ীর জায়গা জমি নিয়ে বিরোধ চলমান রয়েছে। উক্ত বিরোধের জের ধরে বিবাদী গোবিন্দ কান্তদের পরিবার গনেস মালিদের পরিবারের লোকজনদের বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রান নাশের হুমকি ধমকী দিয়ে আসছে। বিবাদীদের সাথে বিরোধীয় বিষয় নিষ্পত্তির লক্ষে স্থানীয়ভাবে একাদিকবার সালিশ বৈঠক করিলেও বিবাদীরা বিচার সালিশের তোয়াক্কা না করে নিজেদের মর্জিমত চলাফেরা করে। বর্তমানে উক্ত বিরোধীয় বিষয় নিষ্পত্তির লক্ষে বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন আছে। বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় গত প্রায় এক বছর পূর্বে বিবাদী পক্ষের লোকজন বাদীপক্ষের পারিবারিক শ্মশান সংলগ্ন নালিশী সম্পত্তিতে জোরপূর্বক রান্না ঘর নির্মান করে ভোগ দখল রয়েছে। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাস্থলে বিবাদীদের রান্না ঘরের সাথে বাদীপক্ষের পারিবারিক শ্মশান পরিষ্কার পরিছন্ন করিতে গেলে বিবাদীরা বাধা প্রদান করে এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে শ্মশানের পাশে একচালা লাড়কী রাখার ঘর ভাংচুর করে।
গনেস মালি জানান, বিবাদী গোবিন্দ কান্ত ও তার পরিবারের লোকজন আমার বাবা মৃত হরি মোহন মালির শ্মশানের জায়গায় জোর করে পাক নির্মাণ করে। আমরা আমার বাবার শ্মশান দেখাশোনা করতে গেলে তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে অসাধ আচরণ করেন। তাদের সাথে আমাদের পূর্ব থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। বাটোয়ারা মামলায় অলরেডি আমরা একটা রায় ও পেয়েছি।
এ বিষয়ে গোবিন্দ কান্ত জানান, বিএস মূলে এই জমির মালিক আমরা। এখন তারা জোর জুলুম করে আমাদের জায়গা দখল করে নিতে চাচ্ছে। সঠিক বিচারের দাবিতে আমরাও মতলব উত্তর থানায় অভিযোগ করেছি। এখন আইনানুগ ভাবে যা সিদ্ধান্ত হয় তাই আমরা মেনে নিব।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না