১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
শিরোনাম:
নিখোঁজের ১৩ দিনও সন্ধান মেলেনি প্রবাসীর স্ত্রী সন্তানের
রিপোর্টার
- আপডেট সময় : ০৭:৪৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
- / ৫২
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নিখোঁজের ১৩ দিনও প্রবাসী নুর নবীর স্ত্রী ও সন্তানের সন্ধান মেলেনি। তাই প্রবাসী ও তার শ্বশুর পরিবারের মধ্যে চরম উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। এ ব্যাপারে প্রবাসী নুর নবীর শাশুড়ি চাটখিল থানায় গত ৮ অক্টোবর একটি সাধারণ ডাইরি করেছেন। মেয়ে ও নাতির খবর পাওয়ার জন্য থানায় বার বার ধরনা দিচ্ছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চাটখিল পৌর সভার সুন্দরপুর গ্রামের মো. বেলাল হোসেন মেয়ের সাথে রামগঞ্জ উপজেলার বকশী বাড়ির নুর নবীর সাথে কয়েক বছর আগে বিবাহ হয়। তাদের প্রায় ২ বছর বয়সের একটি পুত্র সন্ত্রন রয়েছে। গত কিছুদিন আগে নূর নবীর স্ত্রী রাবিনা আক্তার (২০) সুন্দরপুর বাবার বাড়িতে বেড়াতে আসে। গত ৮ অক্টোবর সকালে রাবিনা তার সন্তান কে নিয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে রওয়ান করে। এরপর থেকে রাবিনা ও তার সন্তানের কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা।
এ ব্যাপারে চাটখিল থানার এসআই মো. আলমগীর হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, রাবিনার সাথে থাকা মোবাইল ফোনটি ব্যবহৃত হচ্ছেনা। আমরা মা ও সন্তান কে উদ্ধার করার চেষ্টা করছি।