সিদ্ধিরগঞ্জে ১০ নং ওয়ার্ড বিএনপির জনসভায় মন্টু ও মহিউদ্দিনের নেতৃত্বে যোগদান
- আপডেট সময় : ০৮:২৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
- / ৫৯
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ১০নং ওয়ার্ড বিএনপি আয়েজিত জনসভায় জালকুড়ি ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুজ্জামান মন্টু ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদারের নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান করেছে নেতাকর্মীরা।
শনিবার (১৯ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয় এসময় ৯নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদেরা মিছিল নিয়ে উৎসবমূখর পরিবেশে যোগদান করেন।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম-সম্পাদক কামরুল হাসান শরীফ, সদস্য ইউছুফ মিয়া, আলহাজ¦ নুরুল ইসলাম, লোকমান হোসেন, শাহজাহান, আরিফ সাউদ ও মোক্তার হোসেন প্রমূখ।