মতলবে এখলাছপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন
- আপডেট সময় : ০৮:১৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
- / ৬২
মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেন, আমার পিতা সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা সাহেব ১৯৭৯ পরবর্তী সময়ের জন্য অবিভক্ত মতলব বিএনপি’র রোল মডেল। আমি নিজেও অনেক আগে থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমার পিতার মৃত্যুর পর আমাকে জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নিকট আমি চির কৃতজ্ঞ।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৮নং এখলাছপুর ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তানভীর হুদা আরো বলেন, দীর্ঘদিন ধরে হত্যা, গুম, হয়রানি, হামলা-মামলা, শিকার হয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আমাদের অনেকদুর যেতে হবে, অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। দলের নেতা-কর্মীদের সঠিক ভাবে দলের জন্য কাজ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করে দলকে শক্তি করতে হবে।
উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল প্রধানের সঞ্চালনায় ও মিরপুর থানা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন জনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক তাইজুল ইসলাম মিয়াজী, বিএনপি নেতা আলাউদ্দিন খান, সহ-সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক হালিম সরকার রিংকু, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি শহিদুল ইসলাম মোল্লা, মৎসজীবী দলের সভাপতি নুর মোহাম্মদ খান, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, তাতীদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হানিফ, জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোবারক হোসেন।
আরোও উপস্থিত ছিলেন, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, এখলাছপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আক্তার হোসেন নাবু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাঈদ মাস্টার, যুবদল নেতা ইকবাল নেতা, ফরহাদ প্রধান, সাদেক প্রধান, বিএনপি নেতা নুরু হাওলাদার, উপজেলা তাতীদলের ধর্ম বিষয়ক সম্পাদক রউফ নেতা, এরশাদ উল্লাহ, ইকবাল হাওলাদার, ফারুক খান, রিয়াদ প্রধান, সাত্তার ঢালী, রুবেল মল্লিক, রব প্রধান, মানিক সরকার, রাজন, ষাটনল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এস এ রুবেল, এখলাছপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মল্লিক, আক্তার আলম, জসিম গাজী, মিঠু মিয়াজী, রিদয় প্রধান, আলী হোসেন, রবিন, ইব্রাহিম ঢালী প্রমুখ।