নিজস্ব প্রতিবেদক
"কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র" এই স্লোগানকে প্রতিপাদ্য রেখে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) এ উপলক্ষে দুপুর ১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে হাইওয়ে পুলিশ, কমিউনিটি পুলিশ এবং স্থানীয় পরিবহন সেক্টরের নেতাকর্মীদের সাথে নিয়ে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
পরে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন এর সভাপতিত্বে এবং ট্রাফিক ইনচার্জ (টিআই) সৈয়দ নাজমুল হোসেনে'র সঞ্চালনায় থানা ভবনে কমিউনিটি পুলিশিং ডে এর বিভিন্ন বিষয়াদি সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল কাদের জিলানী বলেন, কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আধুনিক পুলিশিং ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দর্শনে পরিণত হয়েছে। এর মাধ্যমে জনগণের কথা পুলিশ জানতে পারবে। যতদিন রাষ্ট্র আছে, ততদিন কমিউনিটি পুলিশিং থাকবে। মানুষের মাঝে যেন অপরাধ প্রবণতা না জন্মায়, কমিউনিটি পুলিশিং সে বিষয়ে জনগণকে সতর্ক করে যাচ্ছে। কমিউনিটি পুলিশিং এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে, ‘পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করা’। সেই সাথে পুলিশিং সেবা জনগণের দোড়গোড়ায় পৌছে দিতে পুলিশকে সহযোগীতা করতে সকলের নিকট আহ্বান জানান পুলিশের এই কর্মকর্তা।
অন্যান্যদের মধ্যে এসময় আরো উপস্থিত ছিলেন, শিমরাইল হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ শরফুদ্দিন, ভূলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ওমর ফারুক, বাংলাদেশের ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির শিমরাইল শাখার সাধারণ সম্পাদক মো.সফিকুল ইসলাম উজ্জল, কার্যকরী সভাপতি আব্দুল সাত্তার, সহ সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সেন্টু ব্যাপারী, সহ সাংগঠনিক সম্পাদক খোকন সাহ, দপ্তর সম্পাদক মো. নাজমুল প্রমূখ।
এমএএইচ
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না