মতলব (চাঁদপুর) প্রতিনিধি :
মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের শ্যামনগর ফুটবল প্রিমিয়াম লীগ কর্তৃক আয়োজিত (সিজন-২) টিভি কাপ ডিকবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে সাদুল্ল্যাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে আয়োজিত শ্যামনগর ফুটবল প্রিমিয়াম লীগ কর্তৃক আয়োজিত (সিজন-২) টিভি কাপ ডিকবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাদুল্ল্যাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল সরকার।
সাদুল্ল্যাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলমাছ প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, সদস্য ও সাবেক ইউপি সদস্য মো. ফয়েজ।
আরো বক্তব্য রাখেন সাদুল্ল্যাপুর ইউনিয়ন যুবদলের সভপাতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জিয়া পাঠান, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গাজী মামুন।
উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সহ সভাপতি বিল্লাল প্রধান, কবির মুন্সি, সাংগঠনিক সম্পাদক আল মামুন বাবু, বিএনপি নেতা মো. হান্নান প্রধান, সাবেক ছাত্র নেতা জাহিদুল ইসলাম জজ, মেহেদী হাসান আশিক।
ফাইনাল খেলাটি নির্দিষ্ট সময়ে গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে মুরাদ ফুটবল একাদশ-১ এবং মাহি একাদশ-২ গোল করে জয় লাভ করে।
রেফারি হিসাবে ম্যাচটি পরিচালনা করেন মো. রাজিব হোসেন, সহকারী রেফারি বিজয় ও রাকিব।
এ সময় বক্তারা বলেন খেলাধুলার মাধ্যমে যুব সমাজ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত থাকবে। এখনকার যুব সমাজ বেশীরভাগ সময় সামজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত থাকে। এই ধরনের আয়োজন অব্যাহত থাকলে তারা আবারও মাঠে ফিরে আসবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সহায়ক হবে। খেলাধুলা মাদক থেকে দূরে রাখে আমরা চাই যুব সমাজ এই ইউনিয়নের প্রতিটি গ্রামে এরকম ভাবে খেলার আয়োজন করে। খেলা শেষে বিজয়ী এবং রানার্সআপ দলকে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না