সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বৃহত্তর চিটাংরোড ব্যবসায়ী সোসাইটির উদ্যোগে চাঁদাবাজীর পায়তারার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ আক্টোবর) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইলমোড় এলাকায় এই চাঁদাবাজী বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এই সময়ে বক্তারা বলেন, আমরা জুলাই বিপ্লবের পর দেশ স্বাধীন করেছি, সেই স্বাধীনের উপরে কালো মেঘের থাবা পড়তে যাচ্ছে। আবারো আমাদের ব্যবসায়ীদের ওপরে কালো মেঘের আবির্ভাব ঘটতে যাচ্ছে। আমরা এই কালো মেঘের থাবা ব্যবসায়ীদের ওপরে পড়তে দেবো না। আমাদের শরীলের শেষ রক্ত বিন্দু থাকতে কোন অন্যায়, জুলুমকে প্রশ্যয় দেবো না। আমরা এই চিটাগাংরোডে দীর্ঘদিন ব্যবসা করি। আনেকের ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এই ব্যবসা দিয়ে আমাদের সংসার চলে। কেই যদি এই দোকানে চাঁদা বসাতে চায়, কেউ বেশী টাকার বিনিময়ে কারো দোকান উঠিয়ে অন্য কারো দোকান বসাতে চায় আমরা তা হতে দিবো না। দলমত নির্বিশেষে আমাদের সকলের পরিচয় একটাই আমরা ব্যবসায়ী। আমরা এক আপরের বিপদে সদা-সর্বদা পাশে থাকবো। আমাদের বৃহত্তর চিটাংরোড ব্যবসায়ী সোসাইটি এই সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন। কে কোন দলের এটা দেখার সময় নাই। দিন শেষে আমরা একজন ব্যবসায়ী। ব্যবসায়ীদের স্বার্থ নিয়ে কাজ করাই এই সংগঠনের একমাত্র উদ্দেশ্য। আমাদের সাথে প্রশাসনের কথা হয়েছে। তারা বলেছেন, আপনারা নির্দ্বিধায় ব্যবসা করে যান। আপনাদের কোন ব্যবসায়ীদের কাছে কেউ যদি চাঁদা চায় বা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান উঠিয়ে দিতে চায় তাহলে আমাদেরকে জানান আমরা আইনী ব্যবস্থা নিবো। আমরা সমস্ত ব্যবসায়ীরা একটা বডির ন্যায়, আপনারা সকল ব্যবসায়ীরা সজাগ থাকবেন। সমস্ত ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ থাকবেন। তা হলে কোন অপশক্তি আমাদেরকে আন্যায় ভাবে আচড় দিতে পারবে না। আমরা সমস্ত ব্যবসায়ীরা এক হয়ে সুখে দুঃখে কাদে কাদ মিলিয়ে ব্যবসা করবো।
চাঁদাবাজ বিরোধী প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, বৃহত্তর চিটাংরোড ব্যবসায়ী সোসাইটি সভাপতি আলহাজ¦ মুহা. বিল্লাল হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মুহা. আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো.আরিফ হোসেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট কাউসার আহমেদ, সহ-সভাপতি মো. সুমন, সহ-সভাপতি মো. সোহেল প্রমুখ
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না