মোঃ নুর আলম ;
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে শ্রাবণ বাহিনীর প্রধান শ্রাবণসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় ডাকাতিতে ব্যবহৃত ধারালো অস্ত্রসহ-সরঞ্জাম উদ্ধার করা হয়। বুধবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার তারাব পৌরসভার তারাব দক্ষিণপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, তারাব পৌরসভার দক্ষিণপাড়া এলাকার মাসুদ ভুঁইয়ার ছেলে শ্রাবন, রহিম প্রধানের ছেলে সিয়াম প্রধান, সোহেল ভুইয়ার ছেলে শাহেদ ভুইয়া, রফিকের ছেলে বিজয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় তারাব পৌরসভার তারাব বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল শ্রাবণ বাহিনীর সন্ত্রাসীরা। এমন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় শ্রাবণ বাহিনীর প্রধান শ্রাবণসহ ওই চারজনকে গ্রেফতার করা হয়। এসময় শ্রাবণ বাহিনীর অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না