মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সম্পত্তিগত বিরোধে ছেলের ধাড়ালো ছুরিকাঘাতে বাবা মো. আব্দুস সোবহান (৫২) খুন হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া আমতলা গ্রামের প্রধান বাড়িতে এই ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত ছেলে মো. রোমান (২৬)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মো. রোমানের স্ত্রী মীম আক্তারকে (২০) থানায় নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এএসপি (মতলব সার্কেল) মো. খাইরুল কবির, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক ও পুলিশের একটি টিম।
নিহত মো. আব্দুস সোবহানের ছোট ছেলে জাহিদ হাসান জানান, আমার মেজ ভাই প্রবাস ফেরত মো. রোমান দাড়ালো ছুরি দিয়ে বাবার পেটে, বুকে ও বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত করে ফলে তার প্রচুর রক্তক্ষরণ হয়। পরবর্তীতে আমার বাবা মো. আব্দুস সোবহানকে চিকিৎসার জন্য মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সোবহান এর স্ত্রী মৃত শিরিন বেগম অনুমান ৩/৪ বছর পূর্বে মৃত্যুবরণ করেন। স্ত্রী মারা যাওয়ার ২/১ বছর পর হইতে আব্দুস সোবহান পুনরায় দ্বিতীয় বিয়ে করার জন্য ছেলেদেরকে বলেন কিন্তু ছেলেরা দ্বিমত পোষন করেন এবং উল্টো ছেলেরা মিলে বাবাকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। এই নিয়ে বাবা ছেলেদের মধ্যে প্রায় বাকবিতণ্ডা ও ঝগড়াঝাটি হয়। এ প্রেক্ষিতে আজ মৃত্যুটি ঘটিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজনরা।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির জানান, বুধবার দুপুরে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুস সোবহানের মৃত্যু হয়েছে। লাশ চাঁদপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হলে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতের ছেলে মো. রোমান পলাতক রয়েছেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না