সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, যারা ইতিমধ্যে ভিলেন হয়ে গেছে অনৈতিক কাজে জড়িয়ে পরেছে তাদেরকে বহিষ্কার করতে হবে, সে যদি ওয়ার্ডের সভাপতি হয় অথবা থানার সভাপতি সেক্রেটারীও হয় একদম বাদ চলবে না। চরিত্রহীন মানুষ, লুভী মানুষ খারাপ মানুষ, দলে রাখা যাবে না। দলে সুদ্ধি অভিযান চালিয়ে দলকে সুন্দর করতে হবে একদম পরিষ্কার কথা। রাজনীতি করি দেশের জন্য দেশের মানুষের জন্য।
বুধবার (১৬ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জে হিরাঝিল এলাকায় ২৫ শে অক্টোবর সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি আয়োজিত সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুুতি মূলক সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সবাইকে মূল্য দিতে হবে, ডাক দিতে হবে। নিজেরা নিজেরা সব করবেন এগুলো চলবে না। এক ওয়ার্ডের যদি ৭১ জন সদস্য থাকে তাহলে ৭১ জনই ওই ওয়ার্ডের মালিক। তাদের সকলকে মর্যাদা দিতে হবে। সবাইকে নিয়ে কাজ করতে হবে। আমরা গত ১৬ বছর অনেক আন্দোলন সংগ্রাম করেছি। এর মধ্যে অনেকের ত্যাগ আছে বিসর্জন আছে। নতুন করে কাউকে বিএনপিতে আনা যাবে না। যাদের এতোদিন পাইনি আন্দোলন সংগ্রামে এখন আর ঐ মানুষের দরকার নেই। আমরাতো ফেল করিনি পরিক্ষায় পাশ করেছি যারা যারা ছিলাম তারাই যথেষ্ঠ নতুন কারও দরকার নেই। কেউ যদি নিজের শক্তি বাড়ানোর জন্য কোনো সন্ত্রাসীকে কাছে টানেন তাহলে তাকে আমার কাছ থেকে বের করে দেবো।
গিয়াসউদ্দিন আরো বলেন, আপনারা দেখেছেন আমাদের কয়েকটা জনসেবা হয়েছে সেখোনে কতো মানুষের সমগম হয় এবং কিভাবে তারা আনন্দ উচ্ছাসের মধ্যে সজ্জিত হয়ে সেখানে আসেন।
বাকি যে ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ডে সমাবেশের আয়োজন করেন আমরা ১৬ বছর জনগণের কাছে যেতে পারি নি, এখন জনগণের বিজয় হয়েছে, এখন মানুষের কাছে যেতে হবে, মানুষ আমাদের কথা শুনতে চায়, যানতে চায়। আমরাও মানুষের কথা শুনতে চাই।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি আব্দুল আল মামুন, মোস্তফা কামাল, এস,এম,আসলাম, সেলিম মাহমুদ, ডি,এইচ,বাবুল, জি,এম, সাদরিল, রওশন আলী, এ,কে,এম সামছুল হক, যুগ্ম-সম্পাদক আবুল হোসেন, জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, দপ্তর সম্পাদক ডাঃ মাসুদ করিম, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম ছাদু, সদস্য ইউসুফ মিয়া, ১নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক মোক্তার হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভূইয়া, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সি, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক জিল্লুর রহমান, ৬নং ওয়ার্ড সভাপতি মোস্তফা, সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ, ৭নং ওর্য়াড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ বাদল, সাধারণ সম্পাদক জামান মির্জা, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল হোসেন, জাকির হোসেন ও জাহাঙ্গীর আলম প্রধান প্রমূখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না