মমিনুল ইসলাম :
সারাদেশে এইচএসসি পরীক্ষা ২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছ। এতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পাশের হার ৩৯.৩৮% এবং জিপিএ -৫ পেয়েছে ১১ জন।
জানা যায়, মতলব উত্তর উপজেলার ১২ টি কলেজ থেকে ২১৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১০৭৬ জন কৃতকার্য ও ১১০৩ জন অকৃতকার্য হয়েছে। এতে জিপিএ -৫ পেয়েছে ১১ জন এবং পাশের হার ৩৯.৩৮%।
৬ টি মাদ্রাসা থেকে ১৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ ১৪২ জন কৃতকার্য ও অকৃতকার্য হয়েছে ২৮ জন অকৃতকার্য হয়েছে। জিপিএ -৫ পেয়েছে ১জন। পাসের হার ৮৩.৩৫%।
গত বছরের তুলনায় এ বছর মতলব উত্তরে এসএসসি পরীক্ষায় পাশের হার কমেছে ৩৭.৪৪%। গত এইচএসসি পরীক্ষা ২০২৩ এর ফলাফল ছিল ৮৬.৮২% এবং জিপিএ -৫ পেয়েছিল ৪৭ জন।
খোঁজ নিয়ে যায়, ছেংগারচর সরকারি কলেজ পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৯৯ জন, কৃতকার্য ৩০৯ জন, অকৃতকার্য ৯০ জন, জিপিএ -৫ পেয়েছে ৭ জন, পাসের হার ৭৮.০০%। নিশ্চিতন্তপুর স্কুল এন্ড কলেজে ৩৭৭ জনের মধ্যে কৃতকার্য ১৮১ জন, অকৃতকার্য ১৯৬, জিপিএ -৫ নেই, পাসের হার ৪৮.০১%
সুজাতপুর কলেজে ১৫৭ জনের মধ্যে কৃতকার্য ৫৮ জন, অকৃতকার্য ৯৯ জন, জিপিএ ৫- নেই, পাসের ৩৬.৯৪%। নাউরী আদর্শ কলেজে ৩১০ জনের মধ্যে ১০৫ জন কৃতকার্য , অকৃতকার্য ২০৫ জন, জিপিএ -৫ পেয়েছে ১ জন, পাসের হার ৩৩.৮৭। মুন্সী আজিম উদ্দিন কলেজে ১২৫ জনের মধ্যে ৭৮ জন কৃতকার্য, অকৃতকার্য ৪৭ জন, জিপিএ-৫ পেয়েছেন ১জন, পাসের হার ৬২.৪০%।
আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে ২৩২ জনের মধ্যে ১৩৭ জন কৃতকার্য, অকৃতকার্য ৯৫ জন, জিপিএ-৫ পেয়েছেন ২ জন, পাসের হার ৬০.০৯%। লুধুয়া স্কুল অ্যান্ড কলেজ ১৭১ জনের মধ্যে কৃতকার্য ৩৮ জন, অকৃতকার্য ১৩৩ জন, পাসের হার ২২.০০%। কালীপুর স্কুল এন্ড কলেজে ১৮১ জনের মধ্যে ৫৭ জন কৃতকার্য, অকৃতকার্য ১২৪ জন, পাসের হার ৩১.৪৯%।
শরীফ উল্লাহ স্কুল এন্ড কলেজে ৮০ জনের মধ্যে ৪৮ জন কৃতকার্য , অকৃতকার্য ৩২ জন, পাসের হার ৬১.২৫। জীবগাও জেনারেল হক স্কুল এন্ড কলেজে ২৩ জনের মধ্যে কৃতকার্য ১৪ জন, অকৃতকার্য ৯ জন, পাসের হার ৬০.৮৭।
ধনাগোদা তালতলি স্কুল এন্ড কলেজে ৭৮ জনের মধ্যে কৃতকার্য ২৫, অকৃতকার্য ৫৩, পাসের হার ৩২.০৫%। দি-কার্টার একাডেমি ৪৬ জনের মধ্যে ২৬ জন কৃতকার্য, অকৃতকার্য ২০ জন, পাসের হার ৫৬.৫২%।
ফরাজিকান্দি ওয়েসিয়া কামিল মাদ্রাসা থেকে ২৪ জন থেকে কৃতকার্য ১৪ জন, অকৃতকার্য ১১ জন, পাসের হার ৫৬.০০%। সাড়ে পাচাআনী হোসাইনিয়া ফাজিল মাদ্রাসায় ৩৭ জনের মধ্যে কৃতকার্য ৩৩ জন, অকৃতকার্য ৪ জন, জিপিএ -৫ পেয়েছে ১ জন,পাসের হার ৮৯.১৮। নেদায়ে ইসলাম মহিলা ফাজিল মাদ্রাসায় ৪৪ জনের ৪৩ কৃতকার্য, অকৃতকার্য ১, জিপিএ-৫ পেয়েছে ১ জন, পাসের হার ৯৯.৭২।
বদুরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসায় ২৬ জনের মধ্যে কৃতকার্য ২০ জন, অকৃতকার্য ৬ জন, পাসের হার ৮৬.৯২%। লবাইরকান্দি আল-আমীন আলিম মাদ্রাসায় ১৮ জনের মধ্যে ১৬ জন কৃতকার্য, অকৃতকার্য ২ জন, পাসের হার ৮৮.৮৮%। হাসিমপুর আহাম্মদিয়া ছিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় ২০ জনের মধ্যে ১৬ জন কৃতকার্য, অকৃতকার্য ৪ জন, পাসের ৮০.০০%।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না