নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক দুটি অভিযানে ৬২ কেজি গাজা’সহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। শনিবার র্যাব-১১’র কোম্পানী কমান্ডার উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার একেএম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো- আসামী মো. আব্দুর রহমান (২৫), মো. মহসিন (৩০), মো. ফুল মিয়া (৪০), দেলোয়ার হোসেন (২০), মোছাঃ মনোয়ারা বেগম (৫০), ও পপি আক্তার (২৩)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কতিপয় মাদক কারবারি বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে বিশনন্দি এলাকায় মাদকদ্রব্য পরিবহন ও ক্রয়-বিক্রয় করতে পারে। উক্ত সংবাদ প্রাপ্তির পর উক্ত স্থানে ২টি পৃথক অভিযান পরিচালনা করে ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৬২ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কার, মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার ৮৫৫ টাকা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না