ফুলবাড়ী উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং
- আপডেট সময় : ০৪:৫৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
- / ৫২
মো. মোরসালিন ইসলাম :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পৌর কাঁচাবাজার মনিটরিং করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১ টার সময় পৌরসভা কাচাঁবাজারে নিত্যপ্রয়োজনীয় এর দাম স্থিতিশীল রাখতে কঠোরভাবে বাজার তদারকি করেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর নেতৃত্বে পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফর হুদা চৌধুরী লিমন, পৌর ইন্সপেক্টর মো.মুরাদ হোসেনসহ সাংবাদিন বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের কঠোর বাজার মনিটরিং ও দ্রব্যমূলের দাম নির্ধারণে চেয়েও বেশি নিলে কঠোর ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।