ফতুল্লায় ডিমের আড়তে অভিযান
- আপডেট সময় : ০৬:৪৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- / ৫৮
প্রতিদিনের নিউজ :
নারায়ণগঞ্জে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি তদারকি ও পর্যালোচনায় গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার, ১৪ অক্টোবর দুপুরে ফতুল্লার দেলপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় প্রকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে ডিম বিক্রি করার দায়ে শাকিল শাকিব ডিম হাউসকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার জরিমানা করা হয়। সেই সঙ্গে আরও কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করে দেওয়া হয়েছে।
বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, বিশেষ টাস্কফোর্সের অভিযানের অংশ হিসেবে আমরা বাজার মনিটরিং করি। এসময় অধিক মূল্যে ডিম বিক্রি করার অপরাধে আমরা একটি আড়তে জরিমানা করেছি। সেই সঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করেছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধি ডা. আল মাহমুদ হাছান, জেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা প্রতিনিধি মো. ছালাউদ্দিন ভূঁইয়া, জেলা কৃষি বিপণন কর্মকর্তা ইবনুল ইসলাম ও পুলিশ সদস্যের একটি টিম।