রবিউল আলম, গাজীপুর :
গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশ কর্তৃক আইন-শৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার আইন) অপরাধের মামলায় লুণ্ঠিত মালামাল উদ্ধার সহ ৬ জন আসামী গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়,গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশ বিশেষ সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকা ও গাজীপুর জেলার কালীগঞ্জ হতে ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপ-পুলিশ কমিশনার, অপরাধ (দক্ষিণ) মোঃ আলমগীর হোসেন।
মামলার বাদী সেলিম চৌধুরী ১১ অক্টোবর সকালে মোটরসাইকেল যোগে একজন অজ্ঞাতনামা ব্যক্তিকে নিয়ে রাইড শেয়ার করে পূবাইল থানাধীন মাজুখান রেলগেইট সংলগ্ন পাকা রাস্তার উপর পৌছলে অজ্ঞাতনাম যাত্রীসহ সেখানে পূর্ব থেকেই অবস্থানরত আরোও ৭/৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে আটক করে পেটে ধারালো চাপাতি, দা ও সুইচ গিয়ার দিয়ে খুন জখমের ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে জোরপূর্বকে একটি উরংপড়াবৎ ১১০ সিসি মোটরসাইকেল যাহার রেজি: নং-ঢাকা মেট্রো-হ-৫৬-৫৯৭২ছিনিয়ে নেয় এবং ভয়ভীতি দেখিয়ে বাদীকে পার্শ্ববর্তী অজ্ঞাতনামা বাসায় নিয়ে আটক করে মারধর করে এবং মুক্তিপন দাবি করে। বাদীর সঙ্গে থাকা টাকা,ব্যবহৃত একটি মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে হাত-পা বেধে উক্ত ঘরে বাহির হতে তালাবদ্ধ করে বর্তমান ধৃত আসামীরা চলে যায়। এই বিষয়ে পূবাইল থানায় বাদী অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।পরে ১৩ অক্টোবর সময় রাত সোয়া বারটার দিকে দ্রুত বিচার আইনে মামলা রুজু হলে মামলার তদন্তকারী অফিসার এসআই (নি:) নাজমুল হক সঙ্গীয় ফোর্সসহ পূবাইল থানাধীন মাজুখান এলাকা হতে ০৩ জন আসামী গ্রেফতার এবং গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্য মতে টঙ্গী পশ্চিম থানাধীন চেরাগআলী এলাকা হতে ০২ জন আসামী গ্রেফতার করে এবং বাদীর ছিনতাই হওয়া একটি উরংপড়াবৎ ১১০ সিসি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও আসামীর নিকট থাকা একটি ধারালো সুইচ গিয়ার উদ্ধার পূর্বক জব্দ করেন। ধৃত আসামীদের দেওয়া তথ্য মতে গাজীপুর জেলার কালিগঞ্জ থানার বক্তারপুর এলাকা হতে তাদের সহযোগি ১ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে থানায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়াশেষে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ এস এম আমিরুল ইসলাম জানান,আসামীদের বিরুদ্ধে পূবাইল থানাসহ বিভিন্ন থানায় একাধিক ছিনতাই, চুরি, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।আইনি প্রক্রিয়া শেষ তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
আসামিরা হলেন, রানা (২৫), তিনি সুনামগঞ্জ জেলার শাল্লা থানার চরগাঁও গ্রামের আইনুর এর ছেলে। বর্তমান গাজীপুর মহানগর চেরাগ আলীর (ভাসমান)বাসিন্দা, শাওন ওরফে কোরবান (৩২) সে শরীয়তপুর জেলার নড়ীয়া থানার পূর্ব চণ্ডীপুর গ্রামের আতর আলীর ছেলে বর্তমান গাজীপুর সিটির পুবাইল তালটিয়ার ভাসমান বাসিন্দা, জুনায়েদ (২০), সে গাজীপুর মহানগর পূবাইল মাজুখান পশ্চিমপাড়া গ্রামের জাকিরের ছেলে, মো. তুষার (২৪),পিতা-মো. সুজাত, সে ঠাকুর গাঁও জেলার শিনুয়া থানার পীরগঞ্জের বাসিন্দা, মো.হিমেল মিয়া (২৯) তিনি গাজীপুর সিটির পূবাইল পদহারবাইদ আঠাইয়া বাড়ী এলাকার, আরিফুল ইসলাম জুয়েল এর ছেলে, সেলিনা (৪৯), তিনি গাজীপুর সিটির পূবাইল মাজুখান এলাকার মুজিবুরের মেয়ে, স্বামী-মৃত জিয়াউল ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না