প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
- আপডেট সময় : ১২:৩৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
- / ১০২
ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের সদর উপজেলার মালতী প্রভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কথাবার্তা ও অশালীন আচরণসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী করে উপজেলা শিক্ষা অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের ভুক্তভোগী অভিভাবকরা।
প্রধান শিক্ষক কর্মস্থলে যোগদান করার পর থেকেই অভিভাবক ও সহকারী শিক্ষকদের উপর ক্ষমতার অপব্যবহার করাসহ তাদের উপর বিভিন্ন অত্যাচার, নির্যাতন এবং বিভিন্ন অনিয়ম চালিয়ে যাচ্ছে এমনটাই অভিযোগ অভিভাবকদের। তবে এর আগেও তার বিরুদ্ধে তৎকালীন উপজেলা শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েও সঠিক বিচার/প্রতিকার না হওয়ায় প্রধান শিক্ষক নাম্মি আক্তার অভিভাবক শিক্ষকসহ ও অফিস সহায়কের উপর আরো বেপরোয়া হয়ে উঠেছেন।
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে-ক্লাসে ব্যবহারের জন্য কলম চাইলে অসধাচরণ দুর্ব্যবহার ও লোভী বলে শিক্ষকদের গালিগালাজ করা, শিক্ষকরা তার কোন অনিয়মের প্রতিবাদ করলে সন্ত্রাসী বাহিনীদের মোবাইল করে ডেকে এনে শিক্ষকদের উপর নির্যাতন, লাঞ্চিত করাসহ তাদেরকে অপমান করে জোর পুর্বক বিভিন্ন অবৈধ রেজুলেশনে ও ভাউচারে স্বাক্ষর নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে- প্রধান শিক্ষক নাম্মি আক্তার উক্ত বিদ্যালয়ে যোগদান করার পর থেকে যে কোন কার্যক্রম কারো সাথে কোন পরামর্শ ছাড়া একক সিদ্ধান্ত নিয়ে থাকেন এসব সিদ্ধান্তের প্রতিবাদ করলে তিনি তার ক্ষমতার অপব্যবহার করে সহকারি শিক্ষকদের তিনি অপমান করেন এমনকি সহকারী শিক্ষকদের ব্যক্তিগত পারিবারিক বিষয়কে খুচা দিয়ে কথা বলেন ও সহকারী শিক্ষকদের স্বামীদের নিয়েও অশ্লীল মন্তব্য করেন।
অভিযোগকারী এক অভিভাবক বলেন, ‘আমার ছেলেকে ওই স্কুলে ভর্তি করি। সন্তানের কোন বিষয়ে প্রশ্ন করলে আমার সঙ্গে খারাপ আচরণ করে আমাকে স্কুল থেকে বের হয়ে যেতে বলে। তার ইচ্ছেমতো তিনি স্কুল পরিচালনা করেন। কেউ প্রতিবাদ করলে তাদের সঙ্গে খারাপ আচরণ করেন।’
তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক নাম্মি আক্তার বলেন, ‘এর আগেও আমার বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছে। কয়েকজন ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন জায়গায় অভিযোগ করে আসছেন। এগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন বলেন, ‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে আমার আগে যিনি দায়িত্বে ছিলেন তার কাছে দেওয়া আগের অভিযোগের বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে। তবে নতুন অভিযোগের বিষয়টি আমি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’।