বাংলাদেশে সংখ্যালঘু নেই, সবাই এদেশের নাগরিক: ওসি আল মামুন
- আপডেট সময় : ০৬:৫১:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
- / ৭০
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু নেই,আমরা সবাই এদেশের নাগরিক। সবাই সমান মর্যাদা ও অধিকার নিয়ে থাকব,সবাই সবার ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করব। শুক্রবার রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ বাজারের শ্রী শ্রী রাম কানাই জিউড় বিগ্রহ মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথাগুলো বলেন।
তিনি বলেন, হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে তদারকির পাশাপাশি আমরা সবসময় সচেতন আছি। কেউ আপনাদের উৎসব পালনে বাধা সৃষ্টি করতে পারবেনা। বাংলাদেশ পুলিশ সব সময় আপনাদের পাশে আছে, আপনাদের নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব।
এ সময় পুজা উদযাপদন পরিষদ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি শিশির ঘোষ অমর, শ্রী শ্রী রাম কানাই জিউড় বিগ্রহ মন্দিরের সভাপতি অনিক সরকার সাধারন সম্পাদক দীপক কুমার দে, নারায়ণ চন্দ্র রায়, কৃষ্ঞ চন্দ্র রায়, বাসু দেব সিং, গনেশ শীল, পরিতোশ কুমার মন্ডল,রুদ্র মজুমদার, পলাশ সরকার সহ পুজা মন্ডপের পুরোহিত মন্ডপের কর্মকর্তা ও পূজারীরা উপস্থিত ছিলেন।