সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্বরণ ও আহতদের সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) বাদ আছর দৃষ্টি যুব সংসদ ও ছাত্র-জনতার উদ্যোগে চিটাগাং রোড খানকায়ে জামে মসজিদের সামনে সংগঠনটির কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
সৃষ্টি যুব সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রিপন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য শাহাদাত হোসেন, হাবিবুর রহমান হাবিব, সিফাতুর রহমান রাজু, আবিদ হোসেন, মিজানুর রহমান, রুবেল মাহমুদ, ইউসুফ মোল্লা স্বপন, আমিনুল ইসলাম সুজন, জুনায়েদ, সিয়াম, উর্মি, রূপালী, ফাহিম, কাউসার শারমীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসুদ পারভেজ, তানজিল, ইমন, জিহাদ ও রুবেল।
মাহফিলে জুলাই-আগষ্টের অন্দোলনে শহীদ ছাত্র-জনতাকে স্বরণ করে তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না