মতলব উত্তর প্রতিনিধি :
মতলব উত্তরে এখলাছপুর ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) উপজেলার এখলাছপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২৫ কেজি করে ৭শ ২৪ জন নিবন্ধিত জেলে পরিবারের মাঝে ১৮ দশমিক ১০ মেট্রিকটন চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম মুন্না ঢালী।
এ সময় সংক্ষিপ্ত আলোচনায় ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী বলেন, সরকার জেলেদের নানান সুবিধা দিচ্ছে। সুতরাং মা ইলিশ রক্ষায় সবাইকে সহযোগিতা করতে হবে। কোনো জেলে নদীতে নামবেন না এবং মা ইলিশ ধরবেন না।
তিনি আরও বলেন, এই ইলিশ আপনারাই দরবেন এবং তার সুফল আপনারাই ভোগ করবেন। তাই মা ইলিশ ধরা থেকে সবাইকে বিরত থাকতে হবে। যাদের ইঞ্জিন চলিত নৌকা আছে তারা দয়া করে এই নিষিদ্ধ সময়ে নৌকার ইঞ্জিন খুলে বাড়িতে নিয়ে আসবেন, যদি বাড়িতে রাখার জায়গা না থাকে তাহলে ইউনিয়ন পরিষদে নিয়ে আসবেন, আমরা পাহারা দিয়ে রাখবো আপনাদের নৌকার ইঞ্জিন। কোন অবস্থাতেই এই ২২দিন ইঞ্জিন চালিত নৌকা নদীতে রাখা যাবে না।
এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার ও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আল আমিন, ইউপি সচিব জুবায়ের হোসাইন, ইউপি সদস্য গোলাম হোসেন, মো.ওমর আলী, ওয়াদুদ মাল, জাহাঙ্গীর আলম, মহিলা ইউপি সদস্য নাজমা আক্তার, বিএনপি নেতা কবির হোসেন প্রমুখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না