প্রতিদিনের নিউজ :
ডিফেন্স সাভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের ২১ দেশের ৭০ জন বিদেশি প্রশিক্ষণার্থী সামরিক কর্মকর্তা সুন্দরবন পরিদর্শন করেছেন। বুধবার,২ সেপ্টেম্বর প্রশিক্ষণের অংশ হিসেবে সুন্দরবনের করমজল পরিদর্শন করেন তারা।
করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, মোট ৮৫ সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের দল বিশেষ প্রশিক্ষণ সফরে করমজল ভ্রমণ করছেন। কর্মকর্তাদের সফর উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য ২৯ সেপ্টেম্বর খুলনা নৌ অঞ্চলের অধিনায়কের পক্ষে লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মাহমুদুল হাসান সই করা একটি চিঠিও দেওয়া হয়।
তিনি বলেন, ওই চিঠিতে সফরে আসা বিদেশি সেনাবাহিনীর কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, দর্শনীয় স্থানসমূহ প্রদর্শন ও ইংরেজি ভাষায় ধারাভাষ্য, জরুরি প্রয়োজনে চিকিৎসা সেবাপ্রদানের জন্য রুমের ব্যবস্থাকরণ, প্রক্ষালন ও তৎসংলগ্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বলা হয়।
হাওলাদার আজাদ কবির আরও বলেন, সুন্দরবনে প্রশিক্ষণে আসা বিদেশি সামরিক বাহিনীর কর্মকর্তাদের মধ্যে নেপাল,পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কাতার, কুয়েত ও আফ্রিকার মহাদেশের বেশ কয়েকটি দেশের সামরিক বাহিনীর কর্মকর্তা ছিলেন। তারা এক ঘণ্টা অবস্থান করে করমজলের বন্যপ্রাণী ও গাছপালা দেখেন। এসময় কয়েকজন সামরিক কর্মকর্তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না