আজিজুল ইসলাম :
"বাংলার পাট বিশ্বমাত, পাট-শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ" প্রতিপাদ্যর আলোকে পাইকগাছায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত প্রকল্পের আওতায় শ্রেষ্ঠ পাটচাষীদের মাঝে পুরষ্কার বিতরণী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিসারের কার্যলয়ে পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ অসীম কুমার দাস।
এ সময়ে উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা অনিরুদ্ধ কুমার বৈদ্য'র সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এফওএফ বিসিআরএল প্রকল্পের কর্মকর্তা শিশির হালদার, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন, অফিস সহকারী প্রিন্স মন্ডল।
উল্লেখ্য, এবছর উপজেলায় মোট ৫ জনকে শ্রেষ্ঠ পাটচাষীর পুরষ্কার সরুপ ক্রেস্ট ও স্প্রে মেশিন প্রদান করা হয়। পুরষ্কারপ্রাপ্ত হলেন উপজেলার কপিলমুনি ইউনিয়নের মোশাররফ হোসেন, হরিঢালীর মোঃ খালেক জমাদ্দার, গদাইপুরের মো. সবুর রেজা,রাড়ুলীর আসাদ মোড়ল ও চাঁদখালীর ইউপি'র স্বপন কুমার ঘোষ'কে শ্রেষ্ঠ পাটচাষী নির্বাচিত করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না