সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
ভারতে প্রিয়নবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটুক্তি ও আপত্তিকর মন্তব্যকারী পন্ডিত রামগিরি এবং বিজেপির বিধায়ক নিতিশ রানের বিচার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (২ অক্টোবর) সকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকাস্থ কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় হয়ে পূনরায় কলেজ ক্যাম্পাসে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে কলেজের গভর্নিং বডির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করা হলে তা সহ্য করা হবে না। মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্যকারী পন্ডিত রামগিরি ও বিজেপির বিধায়ক নিতিশ রানের অবিলম্বে শাস্তির দাবি জানাচ্ছি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না