সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধর করে অ্যাডভোকেট আব্দুল লতিফ (৬০) নামের এক আওয়ামীলীগ নেতাকে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার (২অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
আব্দুল লতিফ সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের আইন-বিষয়ক সম্পাদক। এছাড়াও তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ সমর্থিত আইনজীবী ফোরামের সদস্য।
স্থানীয়রা জানান, দুপুরে আব্দুল লতিফকে একটি গ্রুপ জমি দখলের অপবাদ দিয়ে বেধড়ক মারধর করে। পরে পুলিশে ফোন দিয়ে তাকে সোপর্দ করা হয়। তিনি ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত মনির হোসেন হত্যা মামলার আসামি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, স্থানীয়রা তাকে আটক করে আমাদের ফোন দেন। এরপর আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে থানায় হত্যা মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না