পূবাইলে শ্লীলতাহানির অভিযোগ,মাদ্রাসা শিক্ষকের পদত্যাগের দাবি
- আপডেট সময় : ০৬:২১:০৮ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
- / ২৩৪
রবিউল আলম, গাজীপুর:
গাজীপুর মহানগরীর পূবাইলে মাদ্রাসার ৩ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এনে পদত্যাগ দাবি করছেন শিক্ষার্থীরা। বুধবার (২ অক্টোবর) পূবাইল রহমানিয়া আলিম মডেল মাদ্রাসার শিক্ষার্থীরা সকাল থেকে প্রতিষ্ঠানের শিক্ষক ফজলুল হক, শেখ শহিদুল্লাহ ও তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে শ্লীলতাহানি সহ কয়েকটি অভিযোগ এনে তাদের পদত্যাগের দাবিতে মাদ্রাসা মাঠে অবস্থান নেয় এবং নানা ধরনের স্লোগান দিতে থাকে।
মাদ্রাসার অসংখ্য ছাত্রী জানান,শিক্ষক আমাদের পিতার মতন তার কাছেই যদি আমরা নিরাপদ না থাকি আমরা যাব কোথায়,অভিযুক্ত শিক্ষকেরা আমাদের শারীরিক মানুষিক ভাবে লাঞ্চিত করে,তারা আমাদের হাতে না মেরে শরীরের বিভিন্নস্থানে টাচ করে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক তোফাজ্জল হোসেন বলেন তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তিনি পদত্যাগ করবেন।
বিষয়টি নিয়ে দুপুরে মাদ্রাসা হল রুমে ম্যানেজিং কমিটি, পূবাইল থানার বিএনপির নেতাকর্মী, অবিভাক ও শিক্ষার্থীরা আলোচনায় বসে ১২ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে ৭ দিনের মধ্যে তদন্ত করে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের অবস্থান ত্যাগ করে ক্লাসে ফিরে যায়।এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পূবাইল থানা পুলিশ।