মতলবে বিএনপি‘র কর্মী সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৫৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
- / ১০৩
মতলব উত্তর প্রতিনিধি :
মতলব উত্তর উপজেলার ১৪নং সুলতানাবাদ ইউনিয়নে ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে সুলতানাবাদ ইউনিয়নের লক্ষ্মীপুর মাদ্রাসা মাঠে ৮নং ও ৯নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপি’র গণতান্ত্রিক আন্দোলন ও ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে নিহত বীর শহীদদের স্মরণে কর্মী সভা, আলোচনা ও দোয়া অনুষ্ঠানে টেলি কনফারেন্সের প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর হুদা।
সুলতানাবাদ ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলম খানের সভাপতিত্বে, ইউপি সদস্য আবু সায়েম ও বিএনপি নেতা আব্দুল কাদির খানের যৌথ সঞ্চালনায় মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হালিম সরকার রিংকু, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক আনিসুর রহমান সরকার, সুলতানাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হাছান সরকার, বিএনপি নেতা আব্দুল আজিজ,পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদল নেতা হানিফ মৃধা, জেলা যুবদলের সাবেক সদস্য মো. আলম, সাবেক ছাত্রনেতা বিল্লাল হাজী, সাবেক উপজেলা ছাত্রদল নেতা সাকিবুল খান, বিএনপি নেতা কামরুল সরকার, ৮ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোজাম্মেল, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি আল আমিন খন্দকার, ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. হানিফ, ৮ নং ওয়ার্ড বিএনপির নেতা মজনু, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আলমাছ, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দীন, ছাত্রদল নেতা শাহাদাৎ ভুইয়া, তানজিল প্রধান প্রমুখ।