সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
স্মাইল-সিক্রেটস অফ ইউর হ্যাপিনেস ইয়ুথ ফাউন্ডেশন মানুষের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন স্মাইল সিদ্ধিরগঞ্জ শাখার সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি গোলাম মুহাম্মদ সাদরিল।
মঙ্গলবার বিকাল ৪টায় সিদ্ধিরগঞ্জ নাসিক ৫নং ওয়ার্ডের প্রগতি সংসদে স্মাইল-সিক্রেটস অফ ইউর হ্যাপিনেস ইয়ুথ ফাউন্ডেশনের ৬ বছর পূতি উপলক্ষ্যে আয়োজিত দোয়া কেক কাটার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গোলাম মুহাম্মদ সাদরিল বলেন, মানবতাবাদী এবং মানবদরদি মানুষের সহযোগিতায় স্মাইল-সিক্রেটস অফ ইউর হ্যাপিনেস ইয়ুথ ফাউন্ডেশন কার্যক্রম পরিচালনা করে থাকে। আর্তমানবতার সেবায় এগিয়ে আসা মহৎ প্রাণ ব্যক্তিদের আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণা সঙ্গে নিয়েই স্মাইল-সিক্রেটস অফ ইউর হ্যাপিনেস ইয়ুথ ফাউন্ডেশন মানবতার প্রয়োজনে মানবতার তরে হাত বাড়িয়ে দেয়। স্মাইল-সিক্রেটস অফ ইউর হ্যাপিনেস ইয়ুথ ফাউন্ডেশন মানবতার সংকটে, জাতীয় দুর্যোগে সবসময় দুর্গত মানুষের পাশে থেকেছে। আগামী দিনে আরও বৃহৎ পরিসরে স্মাইল-সিক্রেটস অফ ইউর হ্যাপিনেস ইয়ুথ ফাউন্ডেশন মানুষের প্রতি সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায়। সেজন্য সমাজের বিত্তশালী মানুষদের এগিয়ে আসার আহ্বান জানাই।
তিনি আরো বলেন, মানুষকে সেবা করার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। নিপীড়িত, নির্যাতিত, অসহায় মানুষের পাশে যে দাঁড়ায় তার সাথে আল্লাহ থাকে। সুতরাং আমি মানুষের পাশে থাকতে চাই। আমিও আমার আল্লাহকে খুঁজতে চাই। আল্লাহ একেক জনের কাছে একক রকমভাবে ধরা দেয়। আমার আল্লাহ আপনাদের মাঝে। জনসেবার মাধ্যমেই আমি আমার আল্লাহকে পেতে চাই। স্মাইল-সিক্রেটস অফ ইউর হ্যাপিনেস ইয়ুথ ফাউন্ডেশন সিদ্ধিরগঞ্জ শাখা সব সময় মানুষের পাশে দাড়িয়েছে এবং যে কোন দুর্যোগে দুর্গতের পাশে দাড়াবে।
এ সময় অন্যান্যের মধ্যে স্মাইল সিদ্ধিরগঞ্জ শাখারা সদস্য মো. জাকির হোসেন, মাহাবুব মুন্সী, আব্দুল আজিজ মিলন, মো.আরিফ হোসেন, মো. রিফাত সবুজ, আরমান হোসেন, সুজানা আফরিন অদ্রি, আকলিমা আক্তার, আফসানা ইসলাম ফাহিমা, জবা মজুমদার, আয়শা আক্তারসহ প্রমুখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না