সিদ্ধিরগঞ্জে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৭:৫৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
- / ৪২
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়কের পাশ থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তরুণের নাম শফিকুল ইসলাম (২৭)। সে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার মনির হোসেনের ছেলে। তবে, নিহত তরুণীর পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের দশপাইপ এলাকায় সড়কের পাশে তরুণ-তরুণীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহত তরুণীর পড়নে ছিল গোলাপী রঙের ছাপার সালোয়ার ও লাল রঙের ছাপার প্রিন্টের কামিজ এবং তরুণের পড়নে ছিল চেক শার্ট ও জিন্স প্যান্ট। ওই নারীর ওড়নায় একটি চিরকুট পেচানো ছিল। সেখানে লেখা ছিল, ‘আসসালামু আলাইকুম, আপনাদের সমাজে সবার কাছে আমাদের দু’জনকে একসঙ্গে মাটি দিয়েন।
ওসি আরও জানান, নিহত তরুণের বয়স আনুমানিক ২৫ বছর এবং তরুণীর বয়স আনুমানিক ২০ বছর। তাদের দু’জনের মুখের ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। মরদেহের পাশে একটি বোতল পাওয়া গেছে। সেটির ভেতর থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। এটা কী আত্মহত্যা নাকি হত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য ওই দুজনের মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।