প্রতিদিনের নিউজ :
চলচ্চিত্রকার মৃণাল সেনের হাত ধরে যাত্রা শুরু হয় মিঠুন চক্রবর্তীর। প্রথম সিনেমা ‘মৃগয়া’ হিট হয়েছিল। পেয়েছিলেন জাতীয় পুরস্কার। খ্যাতি, জনপ্রিয়তা, পুরস্কার, সম্মাননা কম পাননি মিঠুন। বছরে একসঙ্গে ১৯টি ছবি মুক্তির রেকর্ডও আছে তার। এবার তিনি পেতে যাচ্ছেন ভারতীয় চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ পুরস্কার ‘দাদাসাহেব ফালকে।
১৯৭৬ সালে অভিষেকের পর বাংলা, হিন্দিসহ ৩৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন মিঠুন। ক্যারিয়ারে মোট ৩টি জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কার অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তীকে ‘দাদাসাহেব ফালকে’ সম্মানে ভূষিত করা হবে। আগামী ৮ অক্টোবর বসছে সেই আসর।
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোশ্যাল মিডিয়ায় লিখছেন,মিঠুন দার অসাধারণ সিনেমাযাত্রা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। ভারতীয় চলচ্চিত্রে তার আইকনিক অবদানের জন্য এই অভিনেতাকে দাদাসাহেব ফালকে নির্বাচকেরা কিংবদন্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেটা ঘোষণা করতেও সম্মানিত বোধ করছি।
বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছেন মিঠুন চক্রবর্তী। তবু অভিনয় ছাড়েননি তিনি। দুর্গাপুজা উপলক্ষে পর্দায় ফিরছেন মিঠুন চক্রবর্তী। পরিচালক পথিকৃৎ বসুর ছবি ‘শাস্ত্রী’তে ব্যতিক্রম এক চরিত্রে দেখা যাবে তাকে। এই ছবিতে ১৬ বছর পর দেবশ্রী রায়ের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না