সাবেক ডিবি প্রধান হারুনকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জে থানায় অপহরণ মামলা
- আপডেট সময় : ০৭:৪৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- / ৫৩
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনী এলাকার বাসিন্দা শাহীন আল-মামুন নামে এক ব্যক্তিকে ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর কাঁচপুর ব্রিজের ল্যান্ডিং স্ট্যান্ড থেকে অপহরণ করে দুই কোটি টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগে আলোচিত সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আরও ৫-৭ জনকে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর আদালতের আদেশে মামলাটি রুজু করা হয়েছে বলে সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন। এর আগে ভুক্তভোগী শাহীন আল-মামুন নারায়ণগঞ্জ আদালতে মামলার আবেদন করেন। শাহীন আল মামুন নিজেই বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন। সোমবার সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকরা মামলা এবিষয়টি জানতে পারেন।
মামলার এজাহারের অন্য আসামিরা হলেন, সাবেক যুগ্ম কমিশনার ও সাবেক ডিবির সেকেন্ড ইন কমান্ড সঞ্জিত কুমার রায়, সিলেট জেলার ওসমানী নগরের কুরোয়ার বাসিন্দা জাকারিয়া ইফতেখার শামীম,ঢাকার কোতয়ালী থানার বাগডাসা লেনের বাসিন্দাকে এম রুবেল, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগরের বাসিন্দা মোহাম্মদ মালেক, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটি এলাকার ওয়াপদা কলোনী এলাকার বাসিন্দা মো. মহসীন ভুঁইয়া ও নোয়াখালীর সুধারাম থানার মাইজদি এলাকা বাসিন্দা বোরহান উদ্দিন আহাম্মেদ মিঠু। মামলায় অসৎ উদ্দেশে অপহরণ করার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়াও দুই কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগ করা হয়েছে।