প্রতিদিনের খেলাধূলা :
ভারতের বিপক্ষে চলছে বাংলাদেশ দলের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। যার জন্য পুরো স্কোয়াড ইতোমধ্যেই অবস্থান করছে কানপুরে। এর মধ্যেই টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
১৫ সদস্যের এই দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। দীর্ঘ ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে জায়গা পেলেন তিনি। সবশেষ গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিলেটে খেলেছিলেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার। আবারো সুযোগ পাওয়ায় টেস্ট ক্রিকেটের ছন্দটা এবার সংক্ষিপ্ত সংস্করণে দেখানোর পালা তার।
অলরাউন্ডাররে সঙ্গে দলে ফিরেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন ও বাঁহাতি স্পিনার রাকিবুল ইসলাম। তবে এদের মধ্যে অফ স্পিনার রাকিবুল এবারই প্রথম ডাক পেলেন জাতীয় দলে।
এ ছাড়া নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলে নিয়মিত মুখরাই ভারতের বিপক্ষে দেওয়া স্কোয়াডে সুযোগ পেয়েছেন। তিন ম্যাচের এই সিরিজটি শুরু হবে আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে। বাকি দুটি হবে ৯ ও ১২ অক্টোবর।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না