সিদ্ধিরগঞ্জে ৮নং ওয়ার্ড বিএনপি‘র জনসভায় ৬নং ওয়ার্ড বিএনপি নেতাকর্মীদের যোগদান
- আপডেট সময় : ০৮:৪২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
- / ৮৭
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও চাঁদাবাজীর বিরুদ্ধে আয়োজিত জনসভায় ৬নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মী যোগদান করেছেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে নাসিক ৬নং ওয়ার্ডের এসও রোড থেকে মিছিল সহকারে ৮নং ওয়ার্ডের ২নং ঢাকেশ^রীস্থ ইব্রাহিম টেক্সটাইল মিলস সংলগ্ন বালুর মাঠে জনসভায় ৬নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদেরা উৎসবমূখর পরিবেশে যোগদান করেন।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শরীফ হোসেন, যুগ্ম-সম্পাদক তাওলাদ হোসেন, প্রচার সম্পাদক ইমন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শহীদ, ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রহব আলী, মোহাম্মদ হিরা, সহ-সধারণ সম্পাদক আলমগীর, স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কালঅম, মনির হোসেন, লিটন, ফারুক, সেলিম, আক্তার সহ ৬নং ওয়ার্ড বিএনপি ও ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।