প্রতিদিনের বিনোদন :
জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। অভিনয় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই সরব ছিলেন এই অভিনেত্রী। কিন্তু হঠাৎ করেই যেন চুপ হয়ে যান। সেই নীরবতা ভেঙে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হলেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিনেত্রী জানালেন এক আশ্চর্য কথা। জানালেন নিজের চুল বঁটি দিয়ে কেটেছিলেন। ইডেন কলেজে পড়ার সময় হলে ছিলেন, সে সময় এই কাণ্ড ঘটিয়েছিলেন বলে তিনি জানান। শুক্রবার,২৭ সেপ্টেম্বর ফেসবুকে অনেকটি ছবি পোস্ট দিয়েছেন, সেখানে দেখালেন নিজের চুল কিভাবে তিনি কেটেছেন।
ফেসবুক পোস্টে রুনা লেখেন, ‘নিজের চুল নিজের হাতে কাটার ব্যারাম (অভ্যাস) আমার পুরনো। ইডেনে হলে থাকার সময় একবার কাঁচি ছিল না বলে বঁটি দিয়ে মাথার চুল কেটেছিলাম। অনেকগুলো নাটকের শুটিংও বঁটি দিয়ে কাটা হেয়ার-স্টাইলে।
কিন্তু রুনা মনে করেন, এ দেশে নারীরা নিজের ইচ্ছামতো কোনো কাজই করতে পারেন না। ওই পোস্টে রুনা লেখেন, ‘এই বঙ্গদেশে বেশির ভাগ নারীরা, নিজের যখন যা ইচ্ছা করে তা করতে পারে না, আমিও পারি না। তবে এই যে আমার চুল আমি কাটব, যখন ইচ্ছা তখন কাটব। বঁটি দিয়ে ইচ্ছা করলে বঁটি দিয়ে কাটব, কাঁচি দিয়ে ইচ্ছা করলে কাঁচি দিয়ে কাটব। এই ইচ্ছাপূরণই আমার বাঁচবার আনন্দ।
রুনার এই পোস্টের ভাবার্থ এই যে হোক কাঁচি বা বঁটি, যেকোনো কিছু ব্যবহার করে চুল কেটে ইচ্ছামতো বাঁচার আনন্দ পান রুনা খান। তবে অভিনেত্রী এ-ও উল্লেখ করেন, তার এই নতুন হেয়ার স্টাইল বঁটি দিয়ে কাটা নয়, বরং কাঁচি দিয়েই কাটা।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না