১নং ওয়ার্ড বিএনপির জনসভায় ইকবাল হোসেনের নেতৃত্বে হাজারো নেতা কর্মী নিয়ে অংশগ্রহন
- আপডেট সময় : ০১:১৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
- / ৫৩
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও চাঁদাবাজীর বিরুদ্ধে আয়োজিত জনসভায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে হাজারো নেতাকর্মী নিয়ে অংশগ্রহন করেছেন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে নাসিক ২নং ওয়ার্ডের মিজমিজি মাদ্রাসা রোড এলাকা থেকে মিছিল সহকারে ১নং ওয়ার্ডের বাতানপাড়া এলাকাস্থ জনসভায় ইকবাল হোসেনের নেতৃত্বে নেতাকর্মীদেরা উৎসবমূখর পরিবেশে যোগদান করেন।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাসিক ২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাজী জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, যুগ্ন সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সোলায়মান পলাশ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, প্রচার সম্পাদক আলমগীর, বিএনপি নেতা ইসমাঈল হোসেন, আসাদুল, সোহেল, নাজমুল ও বাবুসহ প্রমূখ।