মতলব উত্তর থানায় নবাগত ওসি মো. রবিউল হকের যোগদান
- আপডেট সময় : ০১:০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
- / ৬৯
মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক যোগদান করেছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তিনি পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এর আগে মো. রবিউল হক মৌলভীবাজার জুরি তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।
নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো.রবিউল হক ফেনী সদর উপজেলার নেয়ামতপুর গ্রামের আব্দুর রউফ এর সন্তান। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত ও এক ছেলে এবং এক কন্যা সন্তানের জনক।
নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো.সাংবাদিকদের জানান, সকলের সহযোগিতায় উপজেলার আইনশৃঙ্খলা মতলব উত্তর থানা কে মাদকমুক্ত এবং নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করছি। পরিস্থিতি সুন্দর রাখা’সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন।