১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
শিরোনাম:
ঘুরে দাঁড়ানোর টেস্টে শুরুতেই বৃষ্টির বাধা
রিপোর্টার
- আপডেট সময় : ০১:৩০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
- / ৬৬
স্পোর্টস ডেস্ক :
কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে সাড়ে ৯টায় টস হওয়ার কথা থাকলেও রাতে বৃষ্টি হওয়ায় আউটফিল্ড বেজা থাকায় নির্ধারিত সময়ে গড়ায়নি টস।
এর আগে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হেরেছে বাংলাদেশ। চেন্নাইয়ে হওয়া সেই টেস্টে ২৮০ রানের বড় জয় পায় ভারত। ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন রবিচন্দ্রন অশ্বিন। এই ম্যাচটি তাই বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানোর।
গ্রিন পার্কে শুক্রবার দ্বিতীয় টেস্টে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হওয়ার কথা রয়েছে খেলা। তবে সেটি এখন সম্ভব হয়নি কিনা; তাই দেখার।