১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

সাফা কবিরের বৃষ্টি যাপন

রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৪১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • / ৭৫

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের বিনোদন:

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে গত কয়েকদিনের তাপপ্রবাহ কমে জনজীবনে স্বস্তি এসেছে। আবহাওয়া অফিস বলছে, থেমে থেমে এমন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এমন বৃষ্টির দিনে শোবিজ তারকারাও ঘরের বাইরে যাচ্ছেন না। শুটিং হয়তো বাতিল হয়ে গেছে তাই ঘরে বসেই বৃষ্টি যাপন করছেন। কেউ কেউ বৃষ্টিতে ভিজে উদযাপন করেছেন এমন মেঘের দিন।

অভিনেত্রী সাফা কবির বৃষ্টিতে ভিজলেন। সেটা জানান দিলেন সামাজিক মাধ্যমে। বৃষ্টিভেজা মুহূর্তে বেশকিছু ছবিও তুললেন। সেসব পোস্ট করে আবেগময় কথা লিখে পোস্ট করলেন। শাড়ি পরে ছাদের মধ্যে ভিজছেন সাফা, এমন একটি ছবি পোস্ট করে লিখেছেন, শহর জুড়ে বৃষ্টি নামুক, তুমি খুঁজে নিও ঠাঁই। প্রতিটি বৃষ্টির কণায় লেখা থাকুক, আমি তোমাকে চাই।

হয়তো প্রিয় মানুষকে খোঁজার আকুতিও রয়েছে এসব কথামালায়। এরপরে একই বেশের বেশকিছু ছবি পোস্ট করেছেন, লিখেছেন, অল্প অল্প মেঘ থেকে, হালকা হালকা বৃষ্টি হয়। ছোট্ট ছোট্ট গল্প থেকে, ভালোবাসার সৃষ্টি হয়।

অভিনেত্রীর এসব পোস্ট থেকেই বোঝা যায় বৃষ্টিকে উপভোগ করছেন তিনি। সেই সঙ্গে প্রিয় মানুষকে নিয়ে আবেগে ভাসছেন। যদিও শোবিজ অঙ্গনে সাফা কবিরের পথচলার সময়টা কয়েক বছরের। দীর্ঘ এই সময়ে অভিনেত্রীর সহকর্মী, বন্ধু অনেকেই বিয়ে করেছেন। কারো কারো সন্তানও রয়েছে। তবে সাফা এখনও ব্যাচেলর জীবনই পার করছেন।

শুটিংয়ের মাঝেই টাইটানিক ছাড়তে চেয়েছিলেন কেটশুটিংয়ের মাঝেই টাইটানিক ছাড়তে চেয়েছিলেন কেট এ বছরের শুরুতেই বিয়ের প্রশ্নে সাফা কবির বলেছিলেন আগে আমাকে আর জোভানকে বিয়ে নিয়ে ধরত। এখন আমি একা। এখন সবাইকে বলি, তোদের সবার বাচ্চা হওয়ার পর আমার বিয়ে। তোরা সন্তানদের নিয়ে আমার বিয়ে খেতে আসিস। আর বলি, বন্ধুদের মধ্যে ব্যাচেলর থাকার দরকার আছে। তাদের বিবাহবার্ষিকীসহ নানা আনুষ্ঠানিকতায় কী পরব, কীভাবে সাজব, সেসব ভেবেই দিন কাটে। আমার বিয়ে নিয়ে ভাবি না।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সাফা কবিরের বৃষ্টি যাপন

আপডেট সময় : ১২:৪১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের বিনোদন:

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে গত কয়েকদিনের তাপপ্রবাহ কমে জনজীবনে স্বস্তি এসেছে। আবহাওয়া অফিস বলছে, থেমে থেমে এমন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এমন বৃষ্টির দিনে শোবিজ তারকারাও ঘরের বাইরে যাচ্ছেন না। শুটিং হয়তো বাতিল হয়ে গেছে তাই ঘরে বসেই বৃষ্টি যাপন করছেন। কেউ কেউ বৃষ্টিতে ভিজে উদযাপন করেছেন এমন মেঘের দিন।

অভিনেত্রী সাফা কবির বৃষ্টিতে ভিজলেন। সেটা জানান দিলেন সামাজিক মাধ্যমে। বৃষ্টিভেজা মুহূর্তে বেশকিছু ছবিও তুললেন। সেসব পোস্ট করে আবেগময় কথা লিখে পোস্ট করলেন। শাড়ি পরে ছাদের মধ্যে ভিজছেন সাফা, এমন একটি ছবি পোস্ট করে লিখেছেন, শহর জুড়ে বৃষ্টি নামুক, তুমি খুঁজে নিও ঠাঁই। প্রতিটি বৃষ্টির কণায় লেখা থাকুক, আমি তোমাকে চাই।

হয়তো প্রিয় মানুষকে খোঁজার আকুতিও রয়েছে এসব কথামালায়। এরপরে একই বেশের বেশকিছু ছবি পোস্ট করেছেন, লিখেছেন, অল্প অল্প মেঘ থেকে, হালকা হালকা বৃষ্টি হয়। ছোট্ট ছোট্ট গল্প থেকে, ভালোবাসার সৃষ্টি হয়।

অভিনেত্রীর এসব পোস্ট থেকেই বোঝা যায় বৃষ্টিকে উপভোগ করছেন তিনি। সেই সঙ্গে প্রিয় মানুষকে নিয়ে আবেগে ভাসছেন। যদিও শোবিজ অঙ্গনে সাফা কবিরের পথচলার সময়টা কয়েক বছরের। দীর্ঘ এই সময়ে অভিনেত্রীর সহকর্মী, বন্ধু অনেকেই বিয়ে করেছেন। কারো কারো সন্তানও রয়েছে। তবে সাফা এখনও ব্যাচেলর জীবনই পার করছেন।

শুটিংয়ের মাঝেই টাইটানিক ছাড়তে চেয়েছিলেন কেটশুটিংয়ের মাঝেই টাইটানিক ছাড়তে চেয়েছিলেন কেট এ বছরের শুরুতেই বিয়ের প্রশ্নে সাফা কবির বলেছিলেন আগে আমাকে আর জোভানকে বিয়ে নিয়ে ধরত। এখন আমি একা। এখন সবাইকে বলি, তোদের সবার বাচ্চা হওয়ার পর আমার বিয়ে। তোরা সন্তানদের নিয়ে আমার বিয়ে খেতে আসিস। আর বলি, বন্ধুদের মধ্যে ব্যাচেলর থাকার দরকার আছে। তাদের বিবাহবার্ষিকীসহ নানা আনুষ্ঠানিকতায় কী পরব, কীভাবে সাজব, সেসব ভেবেই দিন কাটে। আমার বিয়ে নিয়ে ভাবি না।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন