বাগেরহাট প্রতিনিধি :
দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৩৮ রাউন্ড গুলি ও টাকাসহ যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন (৩৫) ও তার সহোদর ফিরোজ আহম্মদকে (৩৭) গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার,২৫ সেপ্টেম্বর বিকেলে কোস্টগার্ডের পক্ষ থেকে একটি মামলা দায়ের শেষে আসামিদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক সাদ্দাম ও ফিরোজ মোংলা পোর্ট পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো.হাবিবুর রহমানের ছেলে।
বুধবার,২৫ সেপ্টেম্বর সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো.সিয়াম-উল হক এ তথ্য নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার রাতে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের একটি আভিযানিক দল মোংলা পোর্ট পৌরসভার ১নং ওয়ার্ডে একটি অভিযান পরিচালনা করে। এসময় যুবলীগ কর্মী সাদ্দাম হোসেনকে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্যমতে ওই এলাকায় কোস্টগার্ড, নৌবাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বিদেশি একনলা বন্দুক, একটি বিদেশি অবৈধ শটগান, ৩৮ রাউন্ড তাজা কার্তুজ, দুই রাউন্ড ফাঁকা কার্তুজ ও এক লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় সাদ্দামের সহযোগী তার সহোদর ফিরোজ আহম্মদকে আটক করা হয়। কোস্টগার্ডের দাবি, সাদ্দাম হোসেন দীর্ঘদিন চাঁদাবাজিসহ নানা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, আসামিদের বুধবার সন্ধ্যায় বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না