প্রতিদিনের বিনোদন:
ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির দেড় মিনিট সময়সীমার একটি ভিডিও নিয়ে এখন তুমুল আলোচনা হচ্ছে। এটি নিয়ে নেতিবাচক ও ইতিবাচক দুই ধরনের মন্তব্যই করছেন তার ভক্ত-অনুরাগীরা।
মাহি তার নিজের সোশ্যাল মিডিয়ায় এ ভিডিওটি প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে শরীরচর্চার মতো তিনি কসরত করছেন। কখনো বা আবার নিজেকে আবেদনময়ী রূপে উপস্থাপন করছেন। ভিডিওতে তার এই নান্দনিক অঙ্গভঙ্গি অনেকেই পছন্দ করেছেন। ভিডিওতে তাকে সাদা শার্ট ও কালো প্যান্ট পরা অবস্থায় দেখা গেছে।
কেউ কেউ বলছেন, অনেকদিন ধরে মাহি তেমন কোনো আলোচনায় নেই, হাতে কোনো কাজ নেই। সে কারণে তিনি এ ধরনের ভিডিও প্রকাশ করে সবার নজর কাড়তে চান। আবারও কেউ বলছেন, ‘দেশের এই পরিস্থিতে মাহির এমনটা করা ঠিক হয়নি।
এদিকে মাহিয়া মাহির সংসার ভেঙে যাওয়ার পর সন্তানকে নিয়ে দিন কাটাচ্ছেন। সেই সঙ্গে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশও নিচ্ছেন। চলতি বছরের শুরু থেকেই মাহি একের পর এক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছেন। জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। এরপর তার বিবাহ বিচ্ছেদ ঘটে। এখন সবকিছু সামাল দিয়ে তিনি আবারও আপন ভুবনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
মাহিয়া মাহিকে সবশেষ শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। তবে এখন তার আগের মতো সিনেমার কাজের ব্যস্ততা নেই।
মাহিয়া মাহি ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। ২০১৩ সালে মাহির পরপর তিনটি সিনেমা জনপ্রিয়া পায়। ২০১৪ সালে বেশ সাফল্যের সঙ্গেই কয়েকটি সিনেমায় তিনি অভিনয় করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না