সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেফতার
- আপডেট সময় : ০৮:৩০:২২ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
- / ৭১
প্রতিদিনের নিউজ :
সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রোববার,২২ সেপ্টেম্বর রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয়েছে।
জাহিদ ফারুক শামীমের জন্ম ২৬ নভেম্বর ১৯৫০ সালে বরিশালের নবগ্রাম রোডে। বরিশাল জিলা স্কুলের ছাত্র ছিলেন তিনি। পাকিস্তানের পেশোয়ার বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রিধারী অর্জন করেন। তার বাবা খন্দকার মজিবুর রহমান ছিলেন সরকারি চাকরিজীবী।
জাহিদ ফারুক ছাত্রজীবনই তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। বাংলাদেশ স্বাধীন হলে বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করেন। ২০০৪ সালে তিনি কর্নেল পদে দায়িত্ব পালন করে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।
তিনি ২০০৪ সালে আওয়ামী লীগের রাজনীতিতে জড়ান। বর্তমানে বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে বরিশাল-৫ আসন থেকে পরাজিত হয়েছিলেন তিনি। ১৯৭৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত কোনো জাতীয় নির্বাচনে এ আসনটিতে জয়ের দেখা পায়নি আওয়ামী লীগ।
জাহিদ ফারুক শামিম প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। তিনি শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।