সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
স্বৈরাচারী আওয়ামী সরকার পতনের হওয়ার পর থেকে সারাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে এবং অদ্যবদি তা চলমান রয়েছে। এই পরিস্থিতিতে মুসলিম-হিন্দু সকলে ঐক্যবন্ধ হয়ে সুষ্ঠ এবং শৃঙ্খলাপূর্ণ একটি সমাজ ব্যবস্থা গড়ার লক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিনের নির্দেশে আসন্ন দূর্গাপূজা নির্বিঘ্নভাবে উদযাপন করার লক্ষে ১০নং ওয়ার্ডে সকল মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে সিদ্ধিরগঞ্জের ১০নং ওয়ার্ড বিএনপি।
শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন প্রধানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মফিজুল ইসলাম, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, ১০নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, তাতীদল নেতা মীর আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি শিশির ঘোষ অমর, মাধব বাবু, রতন, বকুল বিশ্বাস, বলাই রায়, পবিত্র মাস্টার, জনি দাস, দুলাল, দিপক কুমার দে ও খোকন প্রমূখ।
এসময় সভাপতির বক্তব্য আনিস সিকদার বলেন, আপনারা নির্ভয়ে দূর্গাপূজা পালন করবেন। ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার। এই বাংলাদেশে আমাদের সবার প্রতিটি নাগরিক সকলক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে, এটাই বিএনপির নিতী। আগামী মাসেই আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দূর্গাপূজা, এই উপলক্ষে আমি আপনাদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি।
তিনি আরো বলেন,আপনারা দূর্গাউৎসব পালন করবেন নির্ভয়ে, নিশচিন্তে, নিরাপদে, এই স্বাধীন বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু এসব নিয়ে চিন্তা করার দরকার নাই, আমরা সবাই বাংলাদেশি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না